Image
MCQ
11061. গঠন অনুসারে বাংলা বাক্য কয় প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
২ প্রকার
11062. কোন বানানটি শুদ্ধ?
আভ্যন্তরিন
অভ্যন্তরীণ
অভ্যন্তরিন
আভ্যন্তরীন
11063. 'ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে'- বাক্যটি কোন কালের?
পুরাঘটিত অতীত
সাধারণ ভবিষ্যৎ
নিত্যবৃত্ত বর্তমান
পুরাঘটিত বর্তমান
11064. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
নূরলদীনের সারাজীবন
পায়ের আওয়াজ পাওয়া যায়
মুখরা রমণী বশীকরণ
শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ
11066. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?
কাঁদো নদী কাঁদো
আনন্দ মঠ
চাঁদের অমাবস্যা
লালসালু
11067. বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্যারীচাঁদ মিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
11068. কম খরচের Floor Finish কোনটি?
মারবেল
মোজাইক
Cement concrete flooring
সিরামিক টাইলস
11069. প্রচুর বৃষ্টিপাতের ফলে গৃহের ছাদ হতে হবে-
সমতল
ঢালু
ডোম আকৃতির
ভল্ট ছাদ
11070. সঠিক বানানে লেখা হয়েছে কোন শব্দটি?
নিক্কন
নিকুন
নিক্কণ
নিক্বণ
11071. 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'- পঙক্তিটির রচয়িতা কে?
জ্ঞানদাস
আলাওল
বিদ্যাপতি
চন্ডীদাস
11072. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
বলাকা
ঘরে বাইরে
রক্তকরবী
চোখের বালি
11074. সাধারণ জানালার Sill-এর উচ্চতা কত?
৩' উচ্চতা
২'-৬" উচ্চতা
১' উচ্চতা
৪' উচ্চতা
11075. বন্যায় গৃহ রক্ষা করতে কী বাড়াতে হবে?
ছাঁদ উচু করতে হবে
ঘরের প্লিন্থের (Plinth) উচ্চতা বাড়াতে হবে
দেয়ালের উচ্চতা বাড়াতে হবে
জানালার উচ্চতা বাড়াতে হবে
11076. 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি কার রচনা?
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
বিষ্ণু দে
কাজী নজরুল ইসলাম
11077. মনরে কৃষি-কাজ জান না এমন মানব-জমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা" গানটির রচয়িতা কে?
নিধু বাবু
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
রামপ্রসাদ সেন
11078. কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা?
দলিল
নেকড়ে অরণ্য
খোয়াবনামা
হাজার বছর ধরে
11079. নালন্দা মহাবিহার কী?
বিখ্যাত বাজার
হাসপাতাল
কমিউনিটি সেন্টার
প্রাচীন শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়
11080. ৮৫। সাধারণ দরজার উচ্চতা কত?
৮' উচ্চতা
৭' উচ্চতা
৬'-৬" উচ্চতা
৫'-৬" উচ্চতা