Image
MCQ
1. বস্তুর ওজন কোন স্থানে সবচেয়ে বেশি?
পাহাড়ের উপর
বিষুব অঞ্চলে
মেরু অঞ্চলে
কোনোটিই নয়
2. বিষুবরেখার সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং এর মধ্যে ফেজ পার্থক্য কত?
৯০০
১৮০০
৩৬০০
০০
3. বৃষ্টিপাত সাধারণত কোন এককে পরিমাপ করা হয়?
ঘনমিটার
মিলিমিটার
বর্গমিটার
কোনোটিই নয়
4. দুই লেনবিশিষ্ট জাতীয় মহাসড়ক কত চওড়া হওয়া উচিত?
৭.৫০ মিটার
৯.০০ মিটার
১৫.০০ মিটার
১২.০০ মিটার
5. Spiral Column-এ 16mm ব্যাসের কমপক্ষে কয়টি রড ব্যবহার করা যায়?
৬টি
৮টি
৫টি
৪টি
8. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে-
নাইট্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
হাইড্রোজেন
অক্সিজেন
9. 1:2:4 অনুপাতে ২০০ cft কংক্রিটের জন্য coarse aggregate-এর পরিমাণ আনুমানিক কত?
১৩৬ cft
১০০cft
১৭০cft
২০০cft
10. কম্পিউটার এর কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?
সেকেন্ড
ন্যানো সেকেন্ড
ঘণ্টা
মিনিট
11. AB রেখার সম্মুখ বিয়ারিং 130° হলে, তার পেছনের বিয়ারিং কত?
220°
310°
30°
50°
18. উল্লিখিত পরীক্ষাসমূহের মধ্যে কোনটি বিটুমিন পরীক্ষায় ব্যবহৃত হয় না?
Penetration Test
Viscosity Test
Compressive Strength Test
Specific Gravity Test
19. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল?
লিথিয়াম
সোডিয়াম
পারদ
ইউরেনিয়াম