Image
MCQ
12102. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়—
সার কারখানায়
সিমেন্ট কারখানায়
তাপ উৎপাদনে
রান্নার কাজে
12103. সম্প্রতি বাপেক্স কর্তৃক আবিষ্কৃত গ্যাসক্ষেত্র—
ভোলা জেলার ভোলা
নর্থ সিলেটের জকিগঞ্জ গ্যাসক্ষেত্র
ভোলার ইলিশা ১ গ্যাসক্ষেত্র
নোয়াখালীর সুন্দলপুর গ্যাসক্ষেত্র
12105. TIFA এর পূর্ণরূপ কী?
Trade for International Finance Agreement
Trade and Investment Framework Agreement
Treaty for International Free Area
Trade and Investment form America
12106. ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন-
১৩ মার্চ ২০২১
২১ মার্চ ২০১৭
২০ মার্চ ২০১৯
২১ মার্চ ২০২২
12109. বাংলাদেশে সবচেয়ে বেশী রপ্তানি করে—
চীন
যুক্তরাজ্য
ভারত
থাইল্যান্ড
12110. নিম্নের কোনটি প্রচলিত রপ্তানি পণ্য নয়?
পাট
সিরামিকের বাসন-কোসন
চা
চামড়া
12111. ২০২৩-২০২৪ সালের উন্নয়ন বাজেটে যে খাতে ২য় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে—
স্বাস্থ্য
শিক্ষা ও প্রযুক্তি
কৃষি
পরিবহণ ও যোগাযোগ
12112. বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে—
ভারত থেকে
চীন থেকে
জাপান থেকে
সিঙ্গাপুর থেকে
12113. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশের শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ঘোষণা প্রদান করেন?
২১ মার্চ, ২০২১
২১ মার্চ, ২০২২
২২ মার্চ, ২০২২
২৬ মার্চ, ২০২১
12114. বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস—
খনিজ তৈল
প্রাকৃতিক গ্যাস
পাহাড়ী নদী
উপরের সবগুলোই
12115. বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে?
জাপান
যুক্তরাষ্ট্র
ফ্রান্স
চীন
12116. বর্তমানে কত শতাংশ জনগোষ্ঠী বিদ্যুৎ (Electricity) সুবিধাপ্রাপ্ত?
৯৮%
৯৯.৫%
৯৯%
১০০%
12117. বাংলাদেশের প্রথম দ্বি-পাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষরিত হয়েছে?
ভারত
রাশিয়া
ভুটান
নেপাল
12118. বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত মেগাওয়াট?
২৬,৭০০
২৮,১৩৪
২৭.৩৬১
২১,৪১৯
12119. বাংলাদেশের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে জিডিপির: প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার (Expected growth rate) কত?
৮.০০ শতাংশ
৭.৫ শতাংশ
৫৭.২ শতাংশ
৭.৮০ শতাংশ
12120. ২০২৩-২৪ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে—
সাড়ে ৪ হাজার কোটি টাকা
সাড়ে ৫ হাজার কোটি টাকা
সাড়ে ৯ হাজার ২৫ কোটি টাকা
সাড়ে ৬ হাজার কোটি টাকা