Image
MCQ
12701. উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে –
বেরিং প্রণালি
পানামা যোজক
ফ্লোরিডা প্রণালি
গ্রেট লেকস্
12702. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
আটলান্টিক ও ভূমধ্যসাগর
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
ভারত ও প্রশান্ত মাহাসাগর
প্রশান্ত ও ভূমধ্যসাগর
12703. হাইফা কোন দেশের সমুদ্র বন্দর?
ইসরায়েল
ইরান
ইন্দোনেশিয়া
কুয়েত
12704. পানামা খাল খনন সমাপ্তকারী দেশের নাম?
ফ্রান্স
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
পানামা
12705. পানামা খালের মালিকানা কত সালে পানামার নিকট হস্তান্তর করা হয়?
২০০০ সালে
১৯৯৯ সালে
১৯৯৮ সালে
১৯৯০ সালে
12706. আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত?
মিশর
ইসরায়েল
সিরিয়া
মরক্কো
12707. 'সোয়াচ অব নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?
যমুনা নদীতে
মেঘনার মোহনায়
বঙ্গোপসাগরে
সন্দ্বীপ চ্যানেল
12710. নিম্নের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত?
রোমানিয়া
মিশর
চেক প্রজাতন্ত্র
পোলান্ড
12712. বেঙ্গল ফ্যান কি?
বঙ্গোপসাগরের তলদেশে অবস্থিত বিশ্বের দীর্ঘতম অবসামুদ্রিক উপবদ্বীপ
একটি প্লাবন ভূমির নাম
বঙ্গোপসাগরের একটি খাদের নাম
বঙ্গোপসাগরের একটি দ্বীপের নাম
12713. হরমুজ প্রণালি সংযুক্ত করেছে-
লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে
ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে
জিব্রাল্টার ও লোহিত উপসাগরকে
জাপান সাগর ও ভূমধ্য সাগরকে
12714. 'আবু মুসা' দ্বীপটির মালিকানা নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ চলছে?
ইরান ও ইরাক
সংযুক্ত আরব আমিরাত ও ইরান
জর্ডান ও সিরিয়া
সিরিয়া ও মিশর
12715. 'আবু মুসা দ্বীপ' কোন সাগরে অবস্থিত?
পারস্য উপসাগর
আরব সাগর
বঙ্গোপসাগর
ক্যারিবিয়ান সাগর
12716. 'Ninety East Ridge' বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত?
জয়ন্তিকা পাহাড়
বঙ্গোপসাগর
তিন বিঘা করিডোর
মধুপুর-বরেন্দ্র অঞ্চল
12717. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালি?
বেরিং প্রণালি
সুয়েজ খাল
বসফোরাস প্রণালি
পানামা খাল
12719. 'বেঙ্গল ফ্যান' ভূমিরূপটি কোথায় অবস্থিত?
মধুপুর গড়ে
হাওর অঞ্চলে
বঙ্গোপসাগরে
টারশিয়ারি পাহাড়ে