MCQ
12741. ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে---
বসফরাস প্রণালি
মেসিনা প্রণালি
বেরিং প্রণালি
ডোবার প্রণালি
12742. বাঙালিদের (বাংলাদেশিদের) মধ্যে কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন?
আব্দুল মালেক
ব্রজেন দাস
মোশারফ হোসেন
সামেদুল ইসলাম
12743. আন্দামান সাগরের উপকূলবর্তী রাষ্ট্র কোনটি?
Tango
Tibet
Thailand
Tasmania
12744. পক প্রণালি কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
ভারত ও পাকিস্তান
ভারত ও বাংলাদেশ
নেপাল ও বাংলাদেশ
ভারত ও শ্রীলঙ্কা
12745. The first Bangali who crossed English channel is-
আব্দুল মালেক
ব্রজেন দাস
মোশারফ হোসেন
সামেদুল ইসলাম
12746. The Sunda Strait connects-
Mediterranean Sea
Java sea & Indian ocean
Adriatic Sea & Ionian Sea
Gulf of Mexico & Caribbean Sea
12747. যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালি?
ডোভার
বেরিং
পক
জিব্রাল্টার
12748. ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলার নাম কী?
সালমা আলী
আরতি সেনগুপ্ত
সুফিয়া আহমেদ
অনিরুদ্ধ রায়
12749. আন্টওয়ার্প কোন দেশের সমুদ্র বন্দর?
সুইজারল্যান্ড
জার্মানি
বেলজিয়াম
ইতালি
12750. মান্নার দ্বীপ কোথায় অবস্থিত?
ফিলিপাইনে
অস্ট্রেলিয়ায়
শ্রীলঙ্কায়
ইন্দোনেশিয়ায়
12751. কোন প্রণালি ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে?
হরমুজ প্রণালি
পক প্রণালি
জিব্রাল্টার প্রণালি
মালাক্কা প্রণালি
12752. বঙ্গোপসাগর গড় গভীরতা কত ফুট?
২,৬০০
৩,৬৭০
৮,৫০০
৫,৫৩০
12753. পক প্রণালি সংযুক্ত করেছে?
আটলান্টিক ভূমধ্যসাগর
বঙ্গোপসাগর -জাভা সাগর
ভারত মহাসাগর-জাভা সাগর
ভারত মহাসাগর-আরব সাগর
12754. ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে---
ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরকে
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
12755. 'হামবুর্গ' কোন দেশের সমুদ্র বন্দর?
ইংল্যান্ড
লুক্সেমবার্গ
সুইজারল্যান্ড
জার্মানি
12756. মালাক্কা প্রণালির অবস্থান-
পশ্চিম এশিয়ায়
দক্ষিণ এশিয়ায়
পূর্ব এশিয়ায়
দক্ষিণ-পূর্ব এশিয়ায়
12757. বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম-
মহাসাগর
উপসাগর
সাগর
কোনোটিই নয়
12758. 'সোয়াচ অব নো গ্রাউন্ড' (Swatch of no ground) কী?
একটি দেশের নাম
সাবমেরিন ক্যানিয়ন
ম্যানগ্রোভ বন
একটি দ্বীপ
12759. The waterway separating India and Sri Lanka is --
হরমুজ প্রণালি
পক প্রণালি
জিব্রাল্টার প্রণালি
মালাক্কা প্রণালি
12760. মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালি?
পক প্রণালি
জিব্রাল্টার প্রণালি
মালাক্কা প্রণালি
ডোভার প্রণালি