Image
MCQ
12801. বিশ্বের কোন শহর 'নিষিদ্ধ শহর' নামে পরিচিত?
লাসা
পিয়ংইয়ং
কাবুল
উলানবাটোর
কোনোটিই নয়
12803. 'দ্যা সিটি অব ড্রিমস' নামে পরিচিত শহর কোনটি?
মুম্বাই
ম্যানিলা
কায়রো
বার্লিন
12804. নিম্নে কোন শহরটিকে ঝরনার শহর বলা হয়?
এথেন্স
তাসখন্দ
জুরিখ
মিলান
রোম
12806. পৃথিবীর নিমজ্জমান নগরী কোনটি?
মেক্সিকো
হেগ
ভেনিস
বন
12808. 'চির বসন্তের শহর' নামে পরিচিত কোন দেশ?
রোম
ভেনিস
এথেন্স
অসলো
12809. নিচের কোনটিকে 'ইউরোপের রণক্ষেত্র' বলা হয়?
নেদারল্যান্ড
বেলজিয়াম
ফিনল্যান্ড
সুইজারল্যান্ড
12811. চির বসন্তের শহর নামে পরিচিত কোন দেশ?
ইকুয়েডর
ভেনিস
নরওয়ে
এথেন্স
12812. কোন দেশকে মুক্তার দেশ বলা হয়?
গ্রানাডা
বাহামা
কিউবা
কোস্টারিকা
12813. কোনটি চির শান্তির শহর নামে পরিচিত?
রোম
এথেন্স
ভেনিস
ওসলো
12814. 'ইউরোপের ক্রীড়াঙ্গন' বলা হয় কোন দেশটিকে?
Switzerland
France
England
Germany
12815. কোনটি 'সম্মেলনের শহর' বলে খ্যাত?
জেনেভা
কায়রো
টোকিও
লন্ডন
12817. 'ইউরোপের ককপিট' বলা হয় কোন দেশকে?
বেলজিয়াম
ফ্রান্স
জার্মানি
ফিনল্যান্ড
12819. প্রাচ্যের ভেনিস কোনটি?
সিঙ্গাপুর
চট্টগ্রাম
ব্যাংকক
ওসাকা
12820. বিশ্বের কোন শহরকে 'দক্ষিণের রানি' বলা হয়?
ওসাকা
সিডনি
নিউইয়র্ক
ওয়েলিংটন
কোনোটিই নয়