Image
MCQ
14061. কত তারিখে ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি (ইইসি) সৃষ্টি হয়? / কত তারিখে ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয়?
১৫ মার্চ, ১৯৪৭
২০ আগস্ট, ১৯৫০
২৫ মার্চ, ১৯৫৭
২৫ জুলাই, ১৯৫৯
14062. পূর্বতন ব্রিটিশ শাসিত কোন দেশ কমনওয়েলথের সদস্য নয়?
গ্যাবন
নাইজেরিয়া
কোরিয়া
মায়ানমার
14063. নিচের কোন দেশটি EEC গঠন করার সময় এর উদ্যোক্তা ছিল না?
বেলজিয়াম
ফ্রান্স
ইতালি
যুক্তরাজ্য
14064. কত সালে অভিন্ন ইউরো মুদ্রা চালু করার জন্য ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয়?
১৯৯২
১৯৯৩
১৯৯৪
১৯৯৫
14065. কত সালে রোম চুক্তি স্বাক্ষরিত হয়?
১৫ মার্চ, ১৯৪৭
২৫ মার্চ, ১৯৫৭
২৫ জুলাই, ১৯৫৯
২০ আগস্ট, ১৯৫০
14068. কোন দেশ কমনওয়েলথ সংস্থা থেকে নিজেকে প্রত্যাহার করেছে?
নাইজেরিয়া
পাকিস্তান
সাউথ আফ্রিকা
জিম্বাবুয়ে
14069. কোন চুক্তির মাধ্যমে ইইসি বা EEC প্রতিষ্ঠা লাভ করে?
রোম চুক্তি
ম্যাসট্রিক্ট চুক্তি
ভিয়েনা কনভেনশন
ব্রাসেলস কনভেনশন
14070. ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা কতটি? / ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কতটি?
২৭
৩০
২৮
কোনটি নয়
14072. ২০২২ সালের ২৪-২৫ জুন ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়--
কলকাতা, ভারত
লন্ডন, যুক্তরাজ্য
কিগালি, রুয়ান্ডা
ঢাকা, বাংলাদেশ
14073. আয়তন ও জনসংখ্যায় কমনওয়েলথের ক্ষুদ্রতম দেশ কোনটি?
নাউরু
কেনিয়া
অস্ট্রেলিয়া
ভারত
14075. ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি কবে ইউরোপীয় ইউনিয়ন নাম ধারণ করে?
১৯৯৩ সালে
১৯৯৪ সালে
১৯৯৫ সালে
১৯৯৮ সালে
14077. যে চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়—
প্যারিস
ব্রাসেলস
বন
মাসট্রিচট
14078. কমনওয়েলথের একমাত্র ব্যতিক্রম রাষ্ট্র যে ব্রিটিশ শাসনের অধীনে ছিল না—
মোজাম্বিক
পাকিস্তান
অস্ট্রেলিয়া
কানাডা
14079. সালে কমনওয়েলথের ২৭তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
সামোয়া
ভারত
পাকিস্তান
শ্রীলংকা
14080. কার পৃষ্ঠপোষকতায় 'ফতোয়া-ই-আলমগীরী' রচিত হয়?
সম্রাট আকবর
আবুল ফজল
সম্রাট আওরঙ্গজেব
খাজা আব্দুস সামাদ