EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
14081. 'হোয়াইট হল' অবস্থিত –
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
ইতালি
কানাডা
14082. ফ্রান্সে নেপোলিয়ান বোনাপার্ট ক্ষমতায় এসেছিলেন?
১৭৮৯
১৭৯৯
১৮০২
১৭৫৪
14083. যুক্তরাজ্যের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী?
প্রীতি প্যাটেল
বরিস জনসন
সুয়েলা ব্র্যাভারম্যান
এম্বার রাড
14084. কত সালে ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়?
১৮১৫ সালে
১৮২০ সালে
১৯১২ সালে
১৯১৪ সালে
14086. কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কী?/ যে অট্টালিকায় কমনওয়েলথের সচিবালয় অবস্থিত তার নাম-
মার্লবোরো হাউজ
হোয়াইট হাউজ
বাকিংহাম প্রাসাদ
দি চেকার্স
14087. যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী কে?
ডেভিড ব্রাউন
বরিস জনসন
জেমস ক্লেভারলি
জেরেমি হান্ট
14088. 'ওয়াটার লু'র যুদ্ধে কে পরাজিত হয়?
রবার্ট ক্লাইভ
ম্যাক আর্থার
ক্লিনটন
নেপোলিয়ন
14089. বিখ্যাত যুদ্ধক্ষেত্র 'ওয়াটার লু' কোন দেশে অবস্থিত?
সুইডেন
বেলজিয়াম
ইংল্যান্ড
ইটালি
14090. কমনওয়েলথের কোন দেশটি আকারে সর্ববৃহৎ? / আয়তনে কমনওয়েলথের বৃহত্তম দেশ কোনটি?
ভারত
কেনিয়া
কানাডা
অস্ট্রেলিয়া
14091. "আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেবো' কথাটি কে বলেছেন? / 'Give me good mothers, I will give you a good nation' was the observation of - কথাটি কে বলেছেন?
উইনস্টন চার্চিল
নেপোলিয়ান বোনাপোর্ট
বিসমার্ক
কার্ল মার্কস
14092. 'Impossible is a word to be found in a fool's dictionary' কে বলেছেন?
চে গুয়েভারা
প্লেটো
আইনস্টাইন
নেপোলিয়ান
14093. 'অসম্ভব শব্দটি বোকাদের অভিধানেই পাওয়া যায়' উক্তিটি কার?
চে গুয়েভারা
প্লেটো
আইনস্টাইন
নেপোলিয়ান
14094. ফতোয়া-ই-আলমগীরী কোন মোঘল সম্রাট সম্পর্কীয়?
সম্রাট বাবর
সম্রাট আকবর
সম্রাট জাহাঙ্গীর
সম্রাট আওরঙ্গজেব
14095. ওয়াটার লু'র যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম কী?
লর্ড নেলসন
ডিউক অব ওয়েলিংটন
নেপলিয়ান
জেনারেল আইসেন হাওয়ার
14096. কমনওয়েলথের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
সোমালিয়া
নাইজেরিয়া
মালি
গ্যাবন (৫৫) ও টোগো (৫৬)
14098. কমনওয়েলথের সিদ্ধান্ত গৃহীত হয়—
সংবিধানের মাধ্যমে
সনদের মাধ্যমে
ভোটের মাধ্যমে
সর্বসম্মতিক্রমে
14100. Who is the present Foreign Minister in the UK?
ডেভিড ব্রাউন
বরিস জনসন
জেমস ক্লেভারলি
জেরেমি হান্ট