MCQ
1441. জবের সারফেসের মসৃণতা এবং উজ্জ্বলতা বৃদ্ধি করার প্রক্রিয়াকে--বলে।
পলিশিং
ফিনিশিং
বাফিং
টার্নিং
1442. গ্রাইন্ডিং ছইল স্পেসিফিকেশন 51 A 36 L5V 23 মধ্যে' দ্বারা কী বুঝায়?
স্ট্রাকচার
গ্রেইন সাইজ
অ্যাব্রেসিভ টাইপ
গ্রেড
1443. ড্রিলিং-এর একটি উদাহরণ-
অর্থাগোনাল-কাটিং (Orthogonal cutting)
অবলিক কার্টিং (Oblique cutting)
সাধারণ কার্টিং (Simple cutting)
ইউনিফর্ম কার্টিং (Uniform cutting)
1444. সমতল তল তৈরি করার জন্য ---করা হয়।
বোরিং
টার্নিং
ফেসিং
নার্সিং
1445. Planer machine-এ কার্যবন্ধ-
স্থির থাকে
চলমান থাকে
উভয়ই চলমান থাকে
Tool চলমান থাকে
1446. নিচের কোনটি একটি ডাবল পয়েন্ট কাটিং টুল?
লেস টুল বিট
টুইস্ট ড্রিল বিট
সিলিং কাটার
ফ্লোর কাটার
1447. যে ডিভাইস ড্রিলকে নির্দিষ্ট স্থানে যাতায়াতে সাহায্য করে এবং কার্যবন্ধুকে শক্তভাবে আবদ্ধ রাখে, তাকে কী বলে?
নার্লিং
ড্রিল জিগ
ড্রিলিং
ড্রিল বিট
1448. কোনো জবের উপর প্রয়োজনীয় আকারে ছিদ্র করাকে - বলে।
বোরিং
টার্নিং
ড্রিলিং
নার্সিং
1449. ড্রিলের জন্য মাইন্ড স্টিলের কাটিং স্পিড প্রতি মিনিটে 30m হলে 5mm ব্যাসের মেশিন স্পিন্ডেল স্পিড নির্ণয় কর।
1910 RPM
2011 RPM
3011 RPM
2111 RPM
1450. কোনো বস্তু বা জবের অক্ষের সমান্তরালে সেন্টার ড্রিল বিট দিয়ে ড্রিলিং করাকে কী বলে?
সেন্ট্রাল ড্রিলিং
ড্রিল বিট
ড্রিল হেড
ড্রিল ফিক্সচার
1451. ড্রিলিং মেশিন কর্তৃক কোন অপারেশন সম্পন্ন করা হয়?
Spot facing
Boring
Reaming
সব ক'টি
1452. একটি ছিদ্র (Hole)-কে সাইজ ও মসৃণ (Finishing) করাকে বলে-
রিমিং (Reaming)
স্পট ফিনিশিং (Spot finishing)
ট্যাপিং (Tapping)
নার্লিং (Knurling)
1453. ড্রিলিং মেশিনের ডেপথ অব কাটের সূত্র কোনটি?
D/2
2/D
DN/2
πD/2
1454. ল্যাপিং পদ্ধতির মাধ্যমে কী পরিমাণ ধাতু অপসারণ করা যায়?
0.05mm
0.1mm
0.028mm
0.01mm
1455. ড্রিল করা ছিদ্রের মাপকে সুন্দর ও মসৃণ করাকে কী বলে?
নার্সিং
রিমিং
জিগ
কাউন্টার
1456. সাধারণ প্লেন গ্রাইন্ডিং করাকে কী বলে?
সিলিট্রিক্যাল গ্রাইন্ডার
সারফেস গ্রাইন্ডিং
ইন্টারনাল গ্রাইন্ডার
স্পেশিয়াল গ্রাইন্ডার
1457. ড্রিলিং করা কার্যবস্তুকে ধরতে কী ব্যবহার করা হয়?
ইনডেক্সিং হেড
ডিফারেনশিয়াল
ম্যানড্রেল
শ্যাফট
1458. ড্রিল করা ছিদ্রকে বড় করতে যে কাজ করা হয়, তাকে- বলে।
ড্রিলিং
বোরিং
টার্নিং
নার্সিং
1459. ম্যানড্রেলে প্রতি মিটারে কত টেপার রাখা হয়।
০.৩ মিমি
০.১ মিমি
০.২ মিমি
০.৫ মিমি
1460. ড্রিলিং টাইমে জবের দৈর্ঘ্য 'L' সমান কত?
L=t+D/3
L=D+t/3
L=D+3t/D
L=t+3/D