1459. কোনো বস্তু বা জবের অক্ষের সমান্তরালে সেন্টার ড্রিল বিট দিয়ে ড্রিলিং করাকে কী বলে? 
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা: ব্যাখ্যা: ড্রিল হেড (Drill head): ড্রিল মেশিনের যে অংশ স্পিন্ডল ড্রাইভিং মেকানিজমে সাহায্য করে তাকে ড্রিল হেড বলে।
ড্রিল ফিক্সচার (Drill fixture): ড্রিলিং কর্মপ্রক্রিয়ার সময় কার্যবস্তুকে দৃঢ়ভাবে মেশিনের টেবিলের ওপর আবদ্ধ করে ধরে রাখে। এটা ব্যবহারে ড্রিলিং কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা যায়।
সেন্ট্রাল ড্রিলিং (Central drilling) কোনো বস্তু বা জবের অক্ষের সমান্তরালে সেন্টার ড্রিল বিট দিয়ে ড্রিলিং করাকে সেন্ট্রাল ড্রিলিং বলে।