Image
MCQ
1482. এক বর্গমিটার জায়গা হেরিং বোন বন্ড করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত -
31 টি
52 টি
42 টি
62 টি
1483. ক্যাবল বা কোরের প্রতি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স জানা থাকলে যে টেস্ট উপযোগী, তা-
সাবস্টিটিউট টেস্ট
র‍্যাভিয়ার টেস্ট
মারি লুপ টেস্ট
ভারলি লুপ টেস্ট
1484. ১:৩:৬ অনুপাতে ১০০ কনক্রীটে সিমেন্ট প্রয়োজন -
৯ ব্যাগ
১২ ব্যাগ
১০ ব্যাগ
১১ ব্যাগ
1486. লুপ টেস্টের সময় টেস্টিং প্রান্তে সংযোগ করা হয়-
একটি অ্যামিটার এবং একটি ভোল্টমিটার
একটি কেলভিন ডবল ব্রিজ
একটি হুইটস্টোন ব্রিজ
একটি ম্যাক্সওয়েল ব্রিজ
1487. W/C এর অনুপাত ০.৪৫, ১ ব্যাগ সিমেন্টে পানির প্রয়োজন
২০.০ লিটার
৩০.০ লিটার
২২.৫ লিটার
কোনোটিই নয়
1489. 1: 2: 4 অনুপাতে 200cft কংক্রিটের জন্য coarse aggregate এর পরিমান আনুমানিক কত?
170 cft
100 cfl
200 cft
136 cft
1492. একটি-বাঁধের উপরি গ্রন্থ ৬মি, উচ্চতা ২মি এবং ঢাল ১: ২ হলে বাঁধের নিচের প্রস্থ কত?
৮৬ মিটার
১০ মিটার
১২ মিটার
১৪ মিটার
1494. লুপ টেস্টের সময় একটি ত্রুটিযুক্ত এবং একটি ভালো ক্যাবলের দূরপ্রাপ্ত সংযোগ করা হয়-
একটি হাই-রেজিস্ট্যান্স দ্বারা
একটি লো-রেজিস্ট্যান্স দ্বারা
একটি অপরিবাহী পদার্থ দ্বারা
ওপেন সার্কিট দ্বারা
1495. কমিউনিকেশন লাইনে ফল্ট নির্ণয়ের জন্য যে টেস্ট করা হয়, তা-
মারি লুপ টেস্ট
ভারলি লুপ টেস্ট
ব্ল‍্যাভিয়ার টেস্ট
সাবস্টিটিউট টেস্ট
1496. ১ হেক্টর সমান-
১০০০০ বর্গমিটার
১০০০ বর্গমিটার
১০০০০০ বর্গমিটার
১০০ বর্গমিটার
1497. লুপ টেস্টের একটি সুবিধা এই যে-
ফল্টের রেজিস্ট্যান্স প্রাপ্ত ফলের উপর প্রভাব বিস্তার করে
ফল্টের রেজিস্ট্যান্স প্রাপ্ত ফলের উপর প্রভাব বিস্তার করে না
ফল্টের রেজিস্ট্যান্স প্রাপ্ত ফলের উপর নির্ভর করে ফল্টের রেজিস্ট্যান্স প্রাপ্ত ফলের উপর নির্ভর করে না
ফল্টের রেজিস্ট্যান্স প্রাপ্ত ফলের উপর নির্ভর করে ফল্টের রেজিস্ট্যান্স প্রাপ্ত ফলের উপর নির্ভর করে না
1498. 1:2:4 অনুপাতে 50 ঘনফুট কংক্রিট তৈরি করতে সিমেন্ট লাগে কত ব্যাগ?
5 ব্যাগ
9 ব্যাগ
7.5 ব্যাগ
11ব্যাগ