EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1461. কুইক রিটার্ন মেকানিজম কোন মেশিনে ব্যবহার করা হয়?
গ্রাইন্ডিং
শেপার
ড্রিলিং
সেন্ট্রিফিউগ্যাল
ব্যাখ্যা: ব্যাখ্যা: কুইক রিটার্ন মেকানিজম (Quick return mechanism) & এটি এমন ধরনের যান্ত্রিক ব্যবস্থা, যে ব্যবস্থায় মেশিনের একটি চলনশীল অংশ এক প্রান্ত থেকে অন্য প্রাগে গিয়ে কার্য সম্পাদন করে দ্রুত আগের জায়গায় ফিরে আসে। তাকে কুইক রিটার্ন মেকানিজম বলে। এটি শেপার ও প্লেনার মেশিনে ব্যবহৃত হয়।
1462. মেশিনিং অপারেশনের সময় জবকে কার্যস্থানে দৃঢ়ভাবে ধরে রাখে কোন ডিভাইস?
ফিক্সচার
জিগ
চ্যানেল জিগ
রিং জিগ
1463. অর্থোগোনাল কাটিং-এ টুলের কাটিং এজ টুল ফিডের দিকের সাথে কী অবস্থায় থাকে?
লম্বভাবে
আনুভূমিকভাবে
45° কৌণিকভাবে
30° কৌণিকভাবে
1464. অ্যাব্রেসিভ পদার্থের মধ্যে এমারি-এর কাজ কী?
ল্যাপিং করার জন্য
কাচ গ্রাইডিং করার জন্য
ওয়ার্কপিসের চূড়ান্ত মসৃণতার জন্য
ভঙ্গুরতা রোধের জন্য
1465. ট্যাপার অ্যাঙ্গেল বের করার সূত্র কোনটি?
tanα=R-r/l
tanα=l-r/R
tanα=r-R/l
tanα=l/R-r
1466. র‍্যামের তলের অবস্থান অনুযায়ী শেপারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
৩ ভাগে
২ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
1467. ওয়ার্কপিসের তল মিলিং করতে কোন কাটার ব্যবহৃত হয়?
ফেস মিল কাটার
এন্ড মিল কাটার
সাইড কাটার
কোনোটিই নয়
1468. কোন প্যাঁচের পিচ ও লিড সমান?
এক পন্থা
দুই পন্থা
ক ও খ উভয়
কোনোটিই নয়
1469. আরবার কাটার মূলত কত প্রকার?
৮ প্রকার
১০ প্রকার
১২ প্রকার
১৪ প্রকার
ব্যাখ্যা: ১। প্লেইন মিলিং কাটার (Plain milling cutter) ২। সাইড মিলিং কাটার (Side milling cutter), ৩। স্টেগার্ড টুখ মিলিং কাটার (Staggered tooth milling cutter); ৪। মেটাল স্লিটিং 'স' কাটার (Metal slitting saw cuter ৫। অ্যাঙ্গেল মিলিং কাটার (Angle milling caner) ৬। ইনসার্টেড টুথ মিলিং কাটার (Inserted tooth milling ৭। ফর্ম মিলিং কাটার (Form milling cutter) ৮।লাই মিলিং কাটার (Fly milling cutter), ৯। গিয়ার হব কাটার (Geur hob cutter). ১০। কোর্স টুথ হেলিক্যাল কাটার (Coarse tooth hellion cutter): ১১। স্প্রোকেট কাটার (Sprocket cuttee) ১২। ক্রুভিং কাটার (Grooving cutter): ১৩। কর্নার বাউন্ড কাটার (Corner round cutterk ১৪। স্ট্রেইট টুথ মিলিং কাটার (Straight tooth millis cutter)
1470. অনেকগুলো পাতলা জন একসঙ্গে সাজিয়ে এক স্ট্রোক ছিদ্র করতে কী ব্যবহৃত হয়?
টেমপ্লেট জিগ
প্লেট জিগ
চ্যানেল জিগ
রিং জিগ
1471. কোনটি মিলিং মেশিনের প্রধান অংশ নয়?
হেডস্টক
ব‍্যাম
নী
কুইক চেঞ্জ গিয়ার
ব্যাখ্যা: মিলিং মেশিনের প্রধান ৫টি অংশের নাম হলো- (i) বেস (base) (ii) কলাম (Colam) (iii) নী (Knee ) (iv) টেবিল (Table), (v) স্যাডল (Saddle) (vi) ওভার আর্ম (Over arm) (vi) স্পিন্ডল (Spindle) (viii) আরবার (Arbor)
1473. অবলিক কাটিং-এ কাটিং এজ টুল ফিডের দিকের সাথে কী অবস্থায় থাকে?
লম্বভাবে
হেলানোভাবে
আনুভূমিকভাবে
30° কৌণিকভাবে
1474. হোল লোকেশনের জন্য বর্তমানে কোনটি ব্যবহৃত হয়?
টুল কোসন বাটন
ড্রিল মেশিন
সেন্টার পাঞ্চ
লেদ মেশিন
1475. ম্যাগনেটিক চাক কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
লৌহজ
সিরামিক
অলৌহজ
প্লাস্টিক
1476. নিম্নবর্ণিত কোন মেশিন টুল (Tool) স্থির থাকে কিছু কার্যবস্তু সরল রেখায় সামনে-পিছনে চলাচল (Job reciprocate) করে?
লেদ (Lathe)
মিলিং মেশিন (Milling machine)
প্লেনার মেশিন (Planer machinc)
শেপার মেশিন (Shaper machine)
1477. হনিং-এর সময় কত মিমি পর্যন্ত ধাতু অপসারণ করতে পারে?
0.9mm-1mm
0.01mm-0.5mm
1min-1.5mm
0.1min-1.5mm
1478. শেগার মেশিন প্রধানত ব্যবহৃত হয়?
সমতল পৃষ্ঠ কাটার জন্য
ছিদ্র করার জন্য
নার্সিং করার জন্য
কোনোটিই নয়
1479. কোনটি শেপার মেশিনের প্রধান অংশের মধ্যে একটি অংশ?
র‍্যাম
হেডস্টক
স্পিন্ডেল
টপ সাইড
ব্যাখ্যা: ব্যাখ্যা: শেপার মেশিনের প্রধান অংশগুলো হচ্ছে- (i) পাওয়ার ট্রান্সমিশন (Power trustmission), (ii) র‍্যাম (Ram) (iii) শেপার হেড (Shaper head) (iv) কলাম (Coleman), (v) ক্রস রেইল (Cress rail) (vi) বেস(Base) ও (vii) স্যাডেল এবং টেবিল (Saddle and table)
1480. জিগ এবং ফিক্সচার ব্যবহারের উদ্দেশ্য-
উৎপাদনের হার বৃদ্ধি
মেশিনিং সূক্ষ্মতা বৃদ্ধি
অপেক্ষাকৃত কম দক্ষ চালক নিয়োজিত
উপরের সবকয়টি
ব্যাখ্যা: যে বিশেষ ধরনের ধাতব ডিভাইস বা টুল ব্যবহার করা হয়, তাকে জিগ বলে। ফিক্সচার (Fixture) মেশিনিং অপারেশনের সময় যে ডিভাইস শুধুমাত্র জবকে কার্যস্থানে দৃঢ়ভাবে ধরে রাখে কিন্তু কাটিং টুলকে নিয়ন্ত্রণ করে না, তাকে ফিক্সচার বলে।