EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
16201. বাংলাদেশের বাইরে বিশ্বের প্রথম মাতৃভাষা স্মৃতিসৌধটি নির্মিত হয় কোথায়?
ব্রিজবেন, অস্ট্রেলিয়া
পার্থ, অস্ট্রেলিয়া
সিডনি, অস্ট্রেলিয়া
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
16202. Identify the correct sentence-
He is better and superior than me.
He is better than and superior to me
He is better and superior to me.
He is suprior than and better to me
ব্যাখ্যা: Comparative বাক্যে দুটি comparative adjective থাকলে এবং দুটি ভিন্ন ভিন্ন preposition প্রয়োজন হলে তা প্রদান করতে হবে। Better-এর পর than আর superior- এর পরে to বসে। সুতরাং সঠিক বাক্য: He is better than and superior to me
16203. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
সেগুনবাগিচা, ঢাকা
বেইজিং, চীন
প্যারিস, ফ্রান্স
জাতিসংঘ ভবন, নিউইয়র্ক
16204. ভারতের কোন রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
আসাম
মিজোরাম
ত্রিপুরা
ঝাড়খন্ড
16205. Which one is a correct sentence?
Every students are present today.
Ten kilometres are too far to walk.
Two-third of the students got degrees.
All the information is current.
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে সঠিক বাক্য হলো all the information is current। কেননা information হলো uncountable noun এবং এরপর singular verb বসে।
16206. All of the people at the conference are-
mathematic teachers
mathematics teachers
mathematics teacher
mathematic's teacher
16207. বাংলাদেশ সরকার 'বাংলা ভাষা প্রচলন আইন' পাস করে / সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ হয়?
১৯৭২ সালে
১৯৭৫ সালে
১৯৮৭ সালে
১৯৯৯ সালে
16208. Which of the following sentences is correct?
One of my brothers are a doctor
One of my brothers is a doctor.
One of my brothers is doctor.
One of my brother is a doctor.
ব্যাখ্যা: One of + plural noun বা pronoun কিন্তু এরপর singular verb ব্যবহৃত হয়। সুতরাং সঠিক বাক্য One of my brothers is a doctor.
16209. কখন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নিমার্ণ কাজের উদ্বোধন হয়?
১৫ মার্চ, ১৯৯৯
১৫ মার্চ, ২০০০
১৫ মার্চ, ২০০১
২১ মার্চ, ২০০২
16210. . Which one is correct?
One of my friends is a lawyer.
One of my friends are a lawyer.
One of my friend are a lawyer.
One of my friend is a lawyer.
ব্যাখ্যা: One of + plural noun গঠনটির পরে verb-এর singular form হয়। সুতরাং সঠিক answer টি হবে- One of my friends is a lawyer |
16211. Choose the correct sentence:
A few of the three boys got a prize.
Each of the three boys got a prize.
Every of the three boys got a prize.
All of the three boys got a prize.
ব্যাখ্যা: সঠিক বাক্যটি হলো Each of the three boys got a prize। বাক্যটির বাংলা তিনজন বালকের প্রত্যেকেই একটি করে পুরস্কার পেল।
16212. Which of the following sentences is correct?
He was hunge for murder.
He was hunged for murder.
He was hanged for murder.
He had been hung for murder.
ব্যাখ্যা: ফাঁসি দেয়া অর্থে hang-এর p.pহলো hanged। সুতরাং সঠিক বাক্যটি হলো He was hanged for murder (তাকে হত্যার জন্য ফাঁসি দেয়া হলো।)
16213. Choose the correct sentence-
Each of the three boys got a prize.
Every of the three boys got a prize.
All of the three boys got a prize.
A few of the three boys got a prize.
ব্যাখ্যা: সঠিক বাক্যটি হলো Each of the three boys got a prize। তিন বালকের প্রত্যেকে একটি করে পুরস্কার পেয়েছিল।
16214. Choose the correct sentence:
I have many works to perform.
I have many work to perform.
I have much works to perform.
I have much work to perform.
ব্যাখ্যা: Work শব্দটি uncountable number। সুতরাং এর plural form নেই। তাই work-এর পূর্বে uncountable determiner much ব্যবহার সঠিক। সুতরাং সঠিক বাক্য:।। have much work to perform
16215. Choose the correct sentence-
It rained last night
It rains last night
It will rain last night
It rain last night
ব্যাখ্যা: বাক্যে past indefinite tense indicator last night থাকাতে সঠিক বাক্যটিতে verb-এর past form লাগবে। সুতরাং সঠিক বাক্য it rained last night!
16216. Choose the correct sentence:
We were discussing about the whole matter.
We were discussing the matter.
We were discussing totally about the matter.
We were discussing about the matter.
ব্যাখ্যা: Discuss something অর্থ কোনো কিছু নিয়ে আলোচনা করা। অর্থাৎ discuss-এর পর কোনো preposition বসে না। সুতরাং সঠিক বাক্য We were discussing the matter!
16217. কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউট প্রতিষ্ঠিত হয়?
১৯৯৮ সালে
১৯৯৯ সালে
২০০০ সালে
২০০১ সালে
16218. বাংলাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে? / বাংলা কোন দেশের দ্বিতীয় সরকারি ভাষা?
কঙ্গো
ঘানা
সিয়েরালিয়ন
মোজাম্বিক
16219. কোন বাক্যটি শুদ্ধ?
Mr. Jamal is not on the committee.
Mr. Jamal is not in the committee.
Mr. Jamal is not in committee.
Mr. Jamal is not at the committee.
ব্যাখ্যা: On the committee অর্থ কোনো কমিটির সদস্য হিসেবে কর্মরত। সুতরাং সঠিক বাক্য হলো- Mr. Jamal is not on the committee.
16220. To insist on an oath of allegliance to the government is violating a person's basic constitutional rights.
To insist on an oath of allegiance to the government is violating
To insist on an oath of allegiance to the government violates
nsisting on an oath of allegiance to the government is violating
To insist on an oath of allegiance to the government is to violate
Insisting on an oath of allegiance to the government amounts violating
ব্যাখ্যা: Underline কৃত অংশের জন্য সঠিক formula হলো to + verb..... be verb + to + verb কেননা বাক্যটি দ্বারা উদ্দেশ্য নির্দেশ করে। সুতরাং সঠিক বাক্যাংশ to insist on an orth of allegiance to the government is to violate