EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
17001. কত জন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়?
১৫ জন
১৬ জন
১৭ জন
১৮ জন
17002. বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তির শূন্যস্থানটি পূরণ করুন: "রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো তবুও এ দেশের মানুষকে...."
স্বাধীনতা দেব
মুক্ত করবো ইনশাল্লাহ্
মুক্তির সংগ্রাম শিখাব
মুক্ত করবো
17003. "তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন সাহেবের কথা।"
আইয়ুব খান
ইয়াহিয়া খান
ভুট্টো
কিসিঞ্জার
17004. কোন সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়?
১৯৪৮
১৯৫০
১৯৫২
১৯৫৪
17005. Choose the correct sentence-
Let he and you be witnesses
Let you and him be witnesses
Let you and he be witnesses
Let you and he be witness
ব্যাখ্যা: Let শব্দটির পর pronoun এর objective form বসে। এখানে, he-এর objective form 'him' এবং প্রথমে 2nd, এরপর 3rd, সবশেষে 1st Person অনুযায়ী বসে।
17006. কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
১৯২০ সালে
১৯৪৭ সালে
১৯৫০ সালে
১৯৫২ সালে
17007. Which of the following is a correct sentence?
He was too clever not to miss the point
He was so clever to miss the point
He was too clever to miss the point
He was too clever to grasp the point
ব্যাখ্যা: Too + adjective + to + verb word। অর্থের ভিত্তিতে (গ) সঠিক।
17008. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণটি দেন?
সোহরাওয়ার্দী উদ্যানে
পার্লামেন্ট ভবনে
ঢাকার রমনা পার্কে
মানিক মিয়া এভিনিউতে
17009. ভাষা আন্দোলনের সময় 'পূর্ববাংলা ভাষা কমিটি' এর সভাপতি কে ছিলেন?
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আবদুল মতিন
আকরাম খাঁ
মহিউদ্দিন আহমেদ
17010. Choose the correct sentence-
The rich is not always happy
Rich is not always happy
The rich is not happy always
The rich are not always happy
ব্যাখ্যা: The rich' বলতে ধনী জাতি বা সকল ধনীকে বোঝায় বলে এটা Plural verb (are) গ্রহণ করে।
17011. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো..' এ ডাক দেন কবে?
২ মার্চ, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৫ মার্চ,১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
17012. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে 'RTC' এর পূর্ণরূপ কী?
Round Table Conference
Royel Technical Commitee
Rawalpindi Technical Committee
Road and Transport Corporation
17013. "আপনি আসুন, দেখুন, বিচার করুন"। এ কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানকে বলেছিলেন-
ফ্যাক্সযোগে
টেলিফোনে
সরাসরি
জনসভায়
17014. 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঘোষণা দিয়েছেন-
৩ মার্চ ১৯৭১, পল্টন ময়দানে
২৬ মার্চ ১৯৭১, ৩২ নম্বর ধানমন্ডির নিজ বাড়িতে
৭ মার্চ ১৯৭১, রমনা রেসকোর্স ময়দানে
৭ মার্চ ১৯৭১, পল্টন ময়দানে
17015. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি গঠিত হয়?
২০ জানুয়ারি, ১৯৫২
২ ফেব্রুয়ারি, ১৯৫২
১৮ ফেব্রুয়ারি, ১৯৫২
৩০ বা ৩১ জানুয়ারি, ১৯৫২
17016. Which of the following sentences is correct?
That shirt which he bought is blue in colour.
The shirt that which he bought is blue in colour.
Which shirt he bought is blue in colour.
The shirt which he bought is blue in colour.
ব্যাখ্যা: কেননা the shirt এখানে Relative Pronoun (which) টির antecedent.
17017. Which of the following sentences is correct?
I forbade him from going
I forbade him to go
I forbade him going.
I forbade him not to go.
ব্যাখ্যা: Oxford dictionary মতে (ক) এবং (খ) দুটিই সঠিক। তবে প্রশ্নকর্তার প্রশ্নের ধরন দেখে মনে হয় তিনি উত্তর হিসেবে (খ) কে প্রাধান্য দিচ্ছেন।
17018. Choose the correct sentence-
The matter was informed to the police.
The matter has been informed of the police.
The police was informed of the matter.
The police were informed of the matter.
ব্যাখ্যা: Inform somebody of something অর্থ-জানানো বা অবহিত করা। The police plural noun. তাই verb plural অর্থাৎ were হবে।
17019. ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি?
স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
পুনরায় নির্বাচন দাবি
অনশন ধর্মঘট আহবান পুনরায় নির্বাচন দাবি
সামরিক আইন জারি করা
17020. Which of the following sentences is correct?
One of my friends are a lawyer
One of my friends is a lawyer
One of my friend is a lawyer
One of my friends are lawyers
ব্যাখ্যা: 'One of the'-এর পর সব সময় Plural countable noun বসে। কিন্তু one শব্দটির কারণে পরবর্তী verbটি singular হয়ে যায়।