Image
MCQ
17061. জটিল বাক্যের অন্য নাম কী?
মিশ্র বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
প্রধান খণ্ড বাক্য
17062. 'হজ্জযাত্রা' কোন সমাসের উদাহরণ?
৩য়া তৎপুরুষ
৪র্থী তৎপুরুষ
৫মী তৎপুরুষ
৭মী তৎপুরুষ
17063. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত
ভাষাতত্ত্বাবিদ
সাহিত্যের ইতিহাস রচয়িতা
ইসলাম প্রচারক
সমাজ সংস্কারক
17064. 'বাংলা ভাষার ইতিবৃত্ত' কার রচনা?
আবদুল হাই
মুনীর চৌধুরী
ড. মুহম্মদ শহীদুল্লাহ
মোফাজ্জল হোসেন
17065. 'অনুচিত' শব্দটি কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
অব্যয়ীভাব সমাস
বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
17066. 'খেচর' কোন সমাস?
কর্মধারয়
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
দ্বন্দ্ব
17067. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
কলে ছাঁটা
মাথায় ছাতা
গায়ে হলুদ
হাতে কলমে
17068. বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য যার নাম এদেশের সাহিত্যের ইতিহাসে অত্যুজ্জ্বল হয়ে রয়েছে-
ড. মুহাম্মদ এনামুল হক
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আবুল ফজল
17069. 'বাণী শিক্তয়াহ ও জওয়াব-ই-শিয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?
আবুল কালাম শামসুদ্দীন
কাজী আবদুল ওদুদ
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ইব্রাহিম খাঁ
17070. 'বিশ্বকবি' সমাস কি হবে?
বিশ্বরূপ কবি
যিনি বিশ্বের কবি
বিশ্ব ও কবি
বিশ্বের কবি
17071. 'অধর্ম' শব্দের সমস্যমান পদ কোনটি?
নয় ধর্ম
ধর্ম নেই যার
ধর্মহীন যে
ধর্মের অভাব
17072. 'নয় কাঁড়া - আকাঁড়া' কোন সমাস?
অব্যয়ীভাব
কর্মধারয়
দ্বন্দ্ব
নঞ তৎপুরুষ
17073. 'মধ্যাহ্ন' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
17074. 'চলিষ্ণু অভিধান' কাকে বলা হয়?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহাম্মদ এনামুল হক
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
17075. 'বাংলা সাহিত্যের কথা (দুই খণ্ড)' গ্রন্থটি রচনা করেন-
ড. মুহাম্মদ এনামুল হক
কাজী মোতাহের হোসেন
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আবদুল হাই
17076. 'ছায়াশীতল' কোন সমাস (ছায়াতে শীতল)?
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
দ্বিগু
17077. পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
তৎপুরুষ
17078. বাংলা ভাষার অভিধান রচনার জন্য ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমিতে কোন সালে যোগদান করেন?
১৯৪৯ সালে
১৯৬০ সালে
১৯৫০ সালে
১৯৫৮ সালে
17079. কোনটি তৎপুরুষ সমাস?
কালি-কলম
মধুমাখা
দশানন
মাতাপিতা
17080. কোন শব্দটি তৎপুরুষ সমাস?
কালিকলম
মাতাপিতা
মধুমাখা
দশানন