EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
17061. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
দ্বি-জাতিতত্ত্ব
সামাজিক চেতনা
অসাম্প্রদায়িকতা
বাঙালি জাতীয়তাবাদ
17062. 'Heart and soul' means----
whole heartedly
in heart
with heart
earnestly
ব্যাখ্যা: heart and soul completely, earnestly, with utmost effort, প্রাণপণে, সর্বান্তকরণে, অত্যন্ত আন্তরিকতার সাথে
17063. ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
আতাউর রহমান খান
নুরুল আমিন
খাজা নাজিমুদ্দিন
আবু হোসেন সরকার
17064. 'Hard and fast' means---
Fixed
Difficult matter
Easy matter
loose
17065. What is the meaning of 'have eyes at the back of your head"?
be partial
see everything
be blind
patience
ব্যাখ্যা: see the past have eyes at the back of your head see everything = সবকিছু দেখা।
17066. They tried heart and --- but could not prevail.
Mind
spirit
soul
body
17067. 'Harp on' means:
to play on the flute
play music
to listen attentively
talk about the same subject
ব্যাখ্যা: Harp on talk about the same subject একই বিষয়ে বারবার অভিযোগ করা বা আলোচনা করা, dwell tediously on the same subject, repeat tediously একই কথা/বিষয় বারবার বলে বিরক্ত করা।
17068. You are faced with a Hobson's choice. In this sentence, you choice is
is limited to what has been offered
is not limited any way
is limited to agreeing with Mr. Hobson only
is limited in all possible ways
ব্যাখ্যা: Hobson's choice no choice, যে ক্ষেত্রে যা দিতে চাওয়া হয় তাই নিতে হবে না হলে নেয়ার সুযোগ হারাতে হবে।
17069. Hold water' means -
keep water for the dry season.
bear examination
patience
store water
ব্যাখ্যা: Hold water-bear examination- গ্রহণযোগ্য হওয়া, ধোপে টেকা বা পরীক্ষায় টিকে থাকা, সত্য প্রমাণিত হওয়া।
17070. A hard nut to crack-means---
honest
difficult person
strong person
active person
17071. Find out the correct meaning of A hard nut to crack'
Tarter
Difficult
Not easy
Difficulty
ব্যাখ্যা: A hard/tough nut to crack কঠিন লোক বা শক্ত লোক (এমন ব্যক্তি যাকে বোঝা অত্যন্ত কঠিন), কঠিন সমস্যা। A hard nut to crack হচ্ছে noun phrase তাই এর উত্তর হবে Difficulty/difficult person যা একটি noun
17072. The meaning of the idiom "hole and corner" is -
Stand in corner
open
secret
surprise
ব্যাখ্যা: Hole and corner = done in secret, গোপনীয়; A hole and corner wedding. (গোপন বিয়ে
17073. To have one's nose in the air" means-
to be confident.
to be proud or conceited.
to be aggressive
to be modest
ব্যাখ্যা: Nose in the air to be proud/conceited, অযথা গর্বিত হওয়া, নিজেকে অন্যের চেয়ে উত্তম ভেবে কথা না বলা, ভাব দেখানো: She walked past me with her nose in the air. (সে ভাব দেখিয়ে আমার পাশ দিয়ে হেঁটে গেল)
17074. hitting below the belt means---
doing something unfair in a competition.
injuring someone fatally.
striking someone in the abdomen.
beating someone in a competition.
ব্যাখ্যা: hitting below the belt doing something unfair in a competition অনৈতিক বা অবৈধ কাজ করা
17075. 'Hire a man' means-
to bring a man
to lend a man
to call a man
to employ a man
ব্যাখ্যা: Hire (sb)- to employ sb for a short time to do a particular job. কাউকে কোন বিশেষ কাজে নিযুক্ত করা
17076. A person whose 'head' is in the clouds' is অথবা, 'Head in the clouds' refers to ----
a day dreamer
useless
proud
surprise
ব্যাখ্যা: One's head in the clouds a day dreamer, দিবাস্বপ্নচারী, কি ঘটছে তা সম্পর্কে অসতর্ক হওয়া।
17077. He is hale and hearty at eighty. Here "hale and hearty' means-
Strong and healthy
weak and feeble
unwilling
afraid
ব্যাখ্যা: hale and hearty Strong and healthy শক্তিশালী ও সুস্বাস্থ্যবান (বিশেষত বৃদ্ধ লোকদের ব্যাপারে)
17078. 'Hard and fast' means-
Obvious
Deep
Honest
Spirited
ব্যাখ্যা: Hard and fast = Fixed, Obvious, Rigid, Strict, Definite- বাঁধা ধরা, নির্দিষ্ট।
17079. বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো -
আঞ্চলিকতা
ধর্ম
রাজনীতি
ভাষা ও সংস্কৃতি
17080. He is a hard nut to crack.
সে বড় পাগল লোক
সে বড় শক্ত লোক
সে বড় চতুর লোক
সে বড় দুর্বল লোক।