Image
MCQ
17421. 'ছিন্নপত্র' রচনাটি কোন শ্রেণির?
ছোটগল্প
আত্মকথন
নাটক
রম্যরচনা
17422. 'পঞ্চভূত' কার লেখা-
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
17423. গল্পগুচ্ছের লেখক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
সুনীল গঙ্গোপাধ্যায়
বীরবল সৈয়দ
মুজতবা আলী
17424. 'রক্তকরবী' ও 'রক্তাক্ত প্রান্তর' লিখেছেন যথাক্রমে-
মুনীর চৌধুরী ও জহির রায়হান
রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী
জহির রায়হান ও শহীদুল্লা কায়সার
মুনীর চৌধুরী ও রবীন্দ্রনাথ ঠাকুর
17425. কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
শেষের কবিতা
বিষের বাঁশি
চোখের বালি
বৌঠাকুরানীর হাট
17426. 'জীবনস্মৃতি' কার রচনা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ ঠাকুর
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
রোকেয়া সাখাওয়াত হোসেন
17427. নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা?
ক্ষুধিত পাষাণ
মাস্টার মশায়
একটি তুলসী গাছের কাহিনী
পদ্মগোখরা
17428. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
একরাত্রি
ক্ষুধিত পাষাণ
নষ্টনীড়
মধ্যবর্তিনী
17429. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোটগল্প কোনটি?
ভিখারিণী
সমাপ্তি
ছুটি
অপরিচিতা
17430. 'দেনা-পাওনা' গল্পটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সৈয়দ মুজতবা আলী
17431. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
চোখের বালি
বলাকা
ঘরে-বাইরে
রক্তকরবী
17432. কোনটি রবীন্দ্রনাথের রচনা?
চতুর্দশী
চতুষ্কোণ
চতুরঙ্গ
চতুষ্পাঠী
17433. যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে?
হৈমন্তী
কোরবানী
বিলাসী
মহেশ
17434. 'নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি?
গল্প
নাটক
উপন্যাস
প্রবন্ধ
17435. 'রক্তকরবী' কী?
রবীন্দ্রনাথের নাটক
তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের উপন্যাস
বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ
সৈয়দ শামসুল হকের নাটক
17436. 'দেনাপাওনা' উপন্যাস ও 'দেনাপাওনা' ছোটগল্পের লেখক যথাক্রমে-
রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
17437. 'কালান্তর' শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
প্রমথ চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুর
17438. বাংলা সাহিত্যর প্রথম সার্থক ছোটগল্পকার হলেন-
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সৈয়দ ওয়ালীউল্লাহ
17439. 'ছিন্নপত্র' এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
ইন্দিরা দেবী
কাদম্বরী দেবী
মৃণালিনী দেবী
মৈত্রেয়ী দেবী
17440. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ-
য়ুরোপ প্রবাসীর পত্র
জাপান যাত্রীর পত্র
ঘুরোপ যাত্রীর ডায়ারি
জাভা যাত্রীর পত্র