Image
MCQ
17481. কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন?
বলাকা
খাপছাড়া
পুনশ্চ
সেঁজুতি
17482. রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি?
পরিশেষ
জন্মদিনে
শেষ লেখা
পুনশ্চ
17483. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস?
কাগজ ও পত্র = কাগজ পত্র
সাপে ও নেউলে = সাপে নেউলে
কাগজ ও কলম = কাগজ কলম
যাকে ও তাকে যাকে তাকে
17484. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
সিংহাসন
ভাই-বোন
কানাকানি
গাছপাকা
17485. 'পথে ও প্রান্তরে = পথে-প্রান্তরে' এটি কোন সমাস?
দ্বিগু
দ্বন্দ্ব
তৎপুরুষ
কর্মধারয়
17486. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
শেষ লেখা
শেষ কথা
শেষ প্রশ্ন
শেষ দিন
17487. কোনটি কাব্যগ্রন্থ?
কড়ি ও কোমল
কবি-কাহিনী
শেষ লেখা
শেষের পরিচয়
17488. 'শেষের কবিতা' উপন্যাস হলে 'শেষ লেখা' কী?
কাব্যগ্রন্থ
নাটক
উপন্যাস
প্রহসন
17489. 'হাট-বাজার' কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
বিপরীতার্থে
মিলনার্থে
বিরোধার্থে
সমার্থে
17490. 'আলোছায়া' পদটি কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
অব্যয়ীভাব সমাস
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
17491. রবীন্দ্রনাথ ঠাকুর তার 'পূরবী' কাব্য কাকে উৎসর্গ করেছিলেন?
মৈত্রেয়ী দেবী
ভিক্টোরিয়া ওকাম্পো
হেমন্তবালা দেবী
কাদম্বরী দেবী
17492. 'সোনার তরী' কাব্যের লেখক কে?
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ
রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
17493. 'জমা-খরচ' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
জমা ও খরচ
জমাকে খরচ
জমা থেকে খরচ
জমার খরচ
17494. স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ্য করে রবীন্দ্রনাথ রচনা করেন-
স্মরণ
নৈবেদ্য
উৎসর্গ
খেয়া
17495. কোনটি দ্বন্দ্ব সমাস?
মধুকণ্ঠি
রাতকানা
গোমড়ামুখো
হাট-বাজার
17496. কোনটি 'অলুক দ্বন্দ্ব' সমাসের উদাহরণ?
ঘরে-বাইরে
ঘর-বাড়ি
ভাই-বোন
আমরা
17497. 'খেয়া' রবীন্দ্রনাথের একটি-
নাটক
গল্পগ্রন্থ
কাব্যগ্রন্থ
প্রবন্ধ
17498. 'হিং টিং ছট' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ভানুসিংহের পদাবলি
কবি কাহিনী
চিত্রাঙ্গদা
সোনার তরী
17499. রবীন্দ্রনাথের 'সোনার তরী' কোন ছন্দে রচিত?
স্বরবৃত্ত
মন্দাক্রান্তা
অক্ষরবৃত্ত
মাত্রাবৃত্ত
17500. রবীন্দ্রনাথের 'পুনশ্চ' কোন ধরনের গ্রন্থ?
কাব্যগ্রন্থ
উপন্যাস
নাটক
প্রহসন