Image
MCQ
18061. 'ছোটদের অভিনয়' নাটকটি কার রচনা?
সেলিম আল দীন
আলাউদ্দীন আল আজাদ
আবুল কালাম আবদুল ওহাব
জিয়া হায়দার
18062. প্রথম বিয়োগান্তক নাটক-
ভদ্রার্জুন
ছদ্মবেশ
কীর্তিবিলাস
হরিশচন্দ্র
18063. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
ভদ্রার্জুন
নীলদর্পণ
শর্মিষ্ঠা
কবর
18064. 'স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটকের রচয়িতা কে?
শামসুর রাহমান
মমতাজ উদ্দীন আহমেদ
সৈয়দ শামসুল হক
আবদুল্লাহ আল মামুন
18065. 'সিরাজউদ্দৌলা' নাটকের নাট্যকার-
দ্বিজেন্দ্রলাল রায়
নুরুল মোমেন
গিরিশচন্দ্র ঘোষ
মুনীর চৌধুরী
18066. বাংলাদেশে 'সিরাজ-উদ-দৌলা' নাটক কে রচনা করেছেন?
নুরুল মোমেন
মুনীর চৌধুরী
আসকার ইবনে
সিকান্দার আবু জাফর
18067. 'ওরে বিহঙ্গ' নাটকটি কার রচনা?
জোবেদা খানম
সেলিম আল দীন
আলাউদ্দীন আল আজাদ
ইব্রাহীম খলিল
18068. 'মসনদের মোহ' নাটকটির রচয়িতা কে?
আকবর উদ্দীন
ইব্রাহীম খাঁ
দ্বিজেন্দ্রলাল রায়
শাহাদৎ হোসেন
18069. 'শোধ-বোধ' নাটকটি কে রচনা করেছেন?
হুমায়ুন আহমেদ
মামুনুর রশীদ
হানিফ সংকেত
মাসুম রেজা
18070. 'দি ডিসগাইজ' নাটকের বাংলা অনুবাদক কে?
উইলিয়াম কেরী
মার্শম্যান
হেরাসিম লেবেডেফ
জেমস লঙ্
18071. 'প্রথম আলো' উপন্যাসটি কে লিখেছেন?
মতিউর রহমান
রবীন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ শামসুল হক
সুনীল গঙ্গোপাধ্যায়
18072. উপন্যাস কোন যুগের সৃষ্টি?
সর্বযুগের
আধুনিক যুগের
প্রাচীন যুগের
মধ্যযুগের
18073. নিচের কোনটি উপন্যাস?
কাকজ্যোৎস্না
এখন দুঃসময়
কোকিলারা
প্রথম যৌবন
18074. বাংলা নাটক মঞ্চায়নে, রচনায় ও অনুবাদে কোন বিদেশির নাম প্রথম আসে?
হেরাসিম লেবেডেফ
স্যার মেকলে
উইলিয়াম কেরী
ডি রোজারিও
18075. 'অন্যজীবন' কী ধরনের গ্রন্থ?
কাব্য
নাটক
প্রবন্ধ
উপন্যাস
18076. ট্রাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য-
জীবনানুভূতির গভীরতায়
কাহিনীর সরলতা ও জটিলতা
দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
ভাষার প্রকারভেদ
18077. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
১৮১৭ সালে
১৮৫২ সালে
১৮৩২ সালে
১৭৫৩ সালে
18078. জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
গঙ্গা
পুতুলনাচের ইতিকথা
হাঁসুলী বাঁকের উপকথা
গৃহদাহ
18079. . কোন ঔপন্যাসিকের চারটি উপন্যাস একত্রে সংকলিত হয়েছে 'শতবর্ষ' নামে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রমেশচন্দ্র দত্ত
তারাশঙ্কর
18080. 'মানচিত্র' নাটক কে রচনা করেন?
তুলসী লাহিড়ী
আনিস চৌধুরী
মামুনুর রশীদ
দীনবন্ধু মিত্র