18054. Who wrote 'The Diary of a Young girl'?
ব্যাখ্যা:
Hints: The Diary of Anne Frank যা The Diary of a Young Girl নামে পরিচিত। এটি আসলে একটি দিন লিপি যা Anne Frank (1929-1945) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ন্যাৎসী বাহিনীর ভয়ে পরিবারের সাথে এক অন্তরীণ কক্ষে থাকা অবস্থায় লিখে। তার মৃত্যুর পর 1947 সালে ডাচ ভাষায় এটি প্রথম প্রকাশিত হয় এবং 1952 সালে ইরেজি ভাষায় অনূদিত হয়। বর্তমানে এ বইটি বিশ্বের ষাটটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।