EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
18341. The active form of the sentence 'Promises should be kept' is -
You should keep our promise.
We should keep the promises made.
One should keep one's promises.
One should keep ones promises.
ব্যাখ্যা: One should keep one's promises বাক্যটি active voice কেননা one-এর possessive adjective one's .
18342. What is the antonym of 'Honorary'?
Official
Honorable
Salaried
Literary
ব্যাখ্যা: Hints: Honorary অবৈতনিক)-এর বিপরীত শব্দ হলো Salaried (বেতনভুক্ত)। তাছাড়া official অর্থ আনুষ্ঠানিক কর্তৃত্বপ্রসূত, honorable অর্থ সম্মানিত আর literary অর্থ সাহিত্যবিষয়ক।
18343. Make it passive: "They said he is a good candidate'
He was said to be a good candidate.
He was considered to be a good candidate.
It was said by them that he is to be a good candidate.
He was believed by them as a good candidate.
ব্যাখ্যা: এরূপ Complex sentence-কে voice-এ রূপান্তরের ক্ষেত্রে introductory it was said that + বাকি অংশ বা sub + was said to be + noun phrase বসিয়ে passive voice করতে হয়। সুতরাং সঠিক passive voice: He was said to be a good candidate .
18344. Which one of the following does not mean a 'road"?
alley
boulevard
track
lagoon
ব্যাখ্যা: Hints: Alley (সরু গলি), boulevard (প্রশস্ত প্রধান সড়ক) এবং track (যানবাহন, মানুষ অথবা পশুর চলাচলের ফলে সৃষ্ট পথচিহ্ন বা দুর্গম পথ) সড়ক বা পথকে নির্দেশ করে। কিন্তু lagoon অর্থ উপহ্রদ বা অগভীর হ্রদ যা পথ বোঝায় না।
18345. What is the antonym of the word INTRICATE:
Complicated
Opaque
Sophisticated
Simple
ব্যাখ্যা: Hints: Intricate (জটিল; দুর্বোধ্য)-এর বিপরীত শব্দ হলো simple (সরল)। Option-এর বাকি তিনটি শব্দ complicated, opaque এবং sophisticated হলো intricate-এর সমার্থক শব্দ।
18346. "The history of Bangladesh is the history of a people who have repeatedly made their highways (crimson) with their blood"-here the underlined word means.
a deep red
achromatic
bluish-grey
grayish
ব্যাখ্যা: Hints: Underlined word 'crimson'-এর বাংলা হলো গাঢ় লাল; টকটকে লাল অর্থাৎ a deep red।
18347. Which one is the correct antonym of 'supercilious'?
Lavish
Affable
Belligerent
Occidental
ব্যাখ্যা: Hints: Supercilious শব্দের সঠিক antonym হলো affable কেননা supercilious শব্দের অর্থ ঔদাসীন্যপূর্ণ; সব কিছুকে ঘৃণা করে এমন এবং affable শব্দের অর্থ ভদ্র; সদালাপী। Lavish অর্থ অপব্যয় করা, occidental অর্থ পাশ্চাত্য এবং belligerent অর্থ যুদ্ধবাজ।
18348. Which of the following can be a synonym for ' unreadable'?
illusion
illimitable
illegible
illiterate
ব্যাখ্যা: Hints: Unreadable' শব্দের অর্থ অপাঠ্য; দুষ্পাঠ্য। এর synonym illegible" (দুষ্পাঠ্য)। Illusion শব্দের অর্থ বিভ্রান্তি; অলীকতা। Illimitable শব্দের অর্থ অন্তত; অসীম আর illiterate শব্দের অর্থ নিরক্ষর; অক্ষরজ্ঞানহীন।
18349. What is the synonym of the word 'intimidate'?
frighten
conflate
disintegrate
integrate
ব্যাখ্যা: Hints: Intimidate (ভীতিপ্রদর্শন করা)-এর একই অর্থবোধক শব্দ হলো frighten Conflate অর্থ একত্র করা, integrate অর্থ সমগ্রতাসাধন করা আর disintegrate অর্থ নানা অংশে বিভক্ত করা।
18350. What is the antonym of the word HOMOGENEOUS:
Unattainable
Diversified
Obsequious
Glorious
ব্যাখ্যা: Hints: Homogeneous শব্দের অর্থ সমপ্রকৃতির অংশসমূহ নিয়ে গঠিত; সমজাতীয়, যার বিপরীত শব্দ diversified। Diversified-এর অর্থ বিভিন্ন প্রকৃতির অংশসমূহ নিয়ে গঠিত; বিচিত্র। অন্যদিকে unattainable অর্থ অবনি করা যায় না এমন, Disequiones অর্থ চাটুকার এবং glorious অর্থ মহিমান্বিত।
18351. What does the word 'Crimson' mean?
clean
glorify
red
Green
ব্যাখ্যা: Hints: Crimson শব্দটির অর্থ গাঢ় লাল বা টকটকে লাল অর্থাৎ red/
18352. What is the synonym of 'Benefit.
injury
favour
drawback
rational
18353. The antonym of the word 'somber' is-.
bright
dismal
gloomy
dark
ব্যাখ্যা: Hints: Somber (অন্ধকারময়; বিষণ্ণ; নিরানন্দ)-এর বিপরীত শব্দ brigist (উজ্জ্বল; প্রফুল্ল)। Gloomy (বিষণ্ণ), dismal (নিরানন্দ) এবং dark (অন্ধকারময়) হলো sontber-এর সমর্থক শব্দ।
18354. What is the synonym word of INDIGENCE:
Autonomy
Poverty
Lavish
Dormant
ব্যাখ্যা: Hints: Indigence (দারিদ্রা; নির্ধনতা)-এর সমার্থক শব্দ poverty (দারিদ্রদ্র্য)। Option-এর বাকি তিনটি শব্দ autonomy-স্বশাসন; স্বাধীনতা, latish-অপব্যয় করা, dormant সুপ্ত।
18355. What is the antonym of the word ARTICULATE:
Friendship
Clearly
Enunciate
Mumble
ব্যাখ্যা: Hints: Articulate শব্দের অর্থ স্পষ্টভাবে উচ্চারণ করা, যার (অস্পষ্টভাবে কথা বলা)। Friendship বন্ধুত্ব, clearly-স্পষ্টভাবে এবং enunciate- বিপরীত শব্দ mumble স্পষ্টভাবে উচ্চারণ করা।
18356. Unfortunately, their house- while they were at the restaurant celebrating their anniversary.-
got burgled
went burgled
burgled
had burgled
ব্যাখ্যা: Their house বাক্যে থাকায় বাক্য passive voice এ হবে কেননা ডাকাতি ডাকাত কর্তৃক সম্পন্ন হয় কিন্তু option এ got burgled ছাড়া passive structure এ নেই। Got burgled যোগে বাক্যটির বাংলা: দুর্ভাগ্যক্রমে রেস্টুরেন্টে বার্ষিকী উৎ্যাপন কালীন সময়ে তাদের বাড়ি ডাকাতি হয়েছিল।
18357. What is the antonym of the word 'repeal"?
rescind
abrogate
gladden
sanction
ব্যাখ্যা: Hints: Repeal (বাতিল করা; প্রত্যাহার করা)-এর বিপরীত শব্দ sanction (অনুমোদন দেয়া)। Option-এর বাকি তিন শব্দ rescind-(আইন, চুক্তি ইত্যাদি) বাতিল করা, abrogate বাতিল করা, gladden- সন্তুষ্ট করা।
18358. What is the synonym word of DISSEMINATE:
Dedicated
Circulate
Eliminate
Decorate
ব্যাখ্যা: Hints: Disseminate অর্থ ধারণা, তত্ত্ব ইত্যাদি প্রচার করা যার সমার্থক শব্দ circulate / Decorate অর্থ সজ্জিত করা, delicated অর্থ সুকুমার; কোমল এবং eliminate অর্থ বর্জন করা।
18359. What is the synonym word of AUGUST:
Common
Ridiculous
Dignified
Petty
ব্যাখ্যা: Hints: August (সুমহান)-এর একই অর্থবোধক শব্দ হলো dignified (মহান; মহামহিম)। অন্যদিকে common অর্থ সাধারণ, ridiculous অর্থ হাস্যকর এবং petty অর্থ ক্ষুদ্র: তুচ্ছ।
18360. Which word is closest in meaning to 'abettor?
encourager
gambler
aggressive
accomplice
ব্যাখ্যা: Hints: Abettor (দুষ্কর্মে সাহায্যকারী)-এর একই অর্থবোধক শব্দ হলো accomplice। Encourager অর্থ উৎসাহ দানকারী, gambler অর্থ জুয়াড়ি এবং aggressive অর্থ আক্রমণাত্বক।