EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
18321. A child could not have done this mischief.
This mischief could not be done by a child.
This mischief could not been endone by a child.
This mischief could not have been done by a child.
This mischief a child could not be done.
ব্যাখ্যা: Italicized sentence-এর বিকল্প হলো passive voice কৃত বাক্য could + perfective যুক্ত বাক্যকে passive করতে হলে object কে subject + could have been + verb এর p.p + by + subject কে object।
18322. The synonym of the word 'disperse' is-.
Enumerate
sonorous
uproarious
muster
ব্যাখ্যা: [Note: Disperse (ছত্রভঙ্গ হওয়া; সবদিকে ছড়িয়ে দেয়া)-এর Synonym option-এ দেয়া নেই। Antonym চাওয়া হলে সঠিক উত্তর হতো master যার অর্থ সংগ্রহ করা বা জড়ো করা। তাছাড়া enumerate অর্থ গণনা করা; এক এক করে নাম উল্লেখ করা, sonorous অর্থ মনোরম; স্বাতন্ত্র্যময় আর uproarious অর্থ হৈহুল্লোড়পূর্ণ।
18323. Which of the following can be an antonym for 'public'?
secede
seclusion
secular
secluded
ব্যাখ্যা: Hints: Public (সর্বজনবিদিত; প্রকাশ)-এর antonym হলো secluded (নিজর্জন; নিরালা; নিভৃত)। তাছাড়া scade অর্থ খারিজ করা, seclusion (n) নিজনিতা আর secular অর্থ পার্থিব, লোকায়ত। Noun হিসেবে public অর্থ জনসাধারণ তাই antonym হিসেবে Seclusion গ্রহণযোগ্য নয়। .
18324. Choose the correct synonym of the word 'Authentic
Correct
Genuine
Exact
Real
18325. The synonym of STRINGENT is:
DRY
STRAINED
RIGOROUS
SHRILL
ব্যাখ্যা: Hints: Stringent (কঠোর; কড়া)-এর synonym হলো rigorous (কঠোর; প্রচণ্ড)। অন্যদিকে dry অর্থ শুক, strained অর্থ প্রসারিত; টানটান এবং slirill অর্থ তীক্ষ্ণ, কর্কশ।
18326. The antonym of REPEL is:
ATTEND
CONCRETE
CONTINUE
ATTRACT
ব্যাখ্যা: Hints: Repel (বিকর্ষণ করা)-এর বিপরীত শব্দ হলো attract (আকর্ষণ করা)।
18327. What is the meaning of OBNOXIOUS?
very dangerous
very pleasant
very unpleasant
very ugly
18328. The antonym of 'Take to Task' is
Attack
Abuse
Asperse
Allow
ব্যাখ্যা: Hints: Take to task (তিরস্কার করা)-এর বিপরীতার্থক শব্দ, allow (সম্মতি দেয়া)। Attack-- আক্রমণ করা, Abuse- অপব্যবহার করা, Asperme- অপবাদ দেয়া।
18329. He is said to be very rich.
He said he is very rich.
People say he is very rich.
He said it is very rich.
People say it is very rich.
ব্যাখ্যা: Object বিহীন passive voice কে active করতে subject যোগ করতে হবে। আর tense ঠিক রাখতে হবে। সুতরাং সঠিক উত্তর b.
18330. They have built a perfect dam across the river.
Across the river a perfect dam was built.
A perfect dam has been built by them across the river.
A perfect dam should have been built by them.
Across the river was a perfect dam.
ব্যাখ্যা: Present perfect tense যুক্ত বাক্যকে passive করতে হলে structure হবে object কে sub + have/has been + verb-এর p.p + by + sub কে ob + extension, সুতরাং সঠিক উত্তর b
18331. The passive form of the sentence 'Who has written Hamlet' is:
Hamlet has written by whom?
By whom Hamlet is being written?
By whom Hamlet is written?
Who has Hamlet been written by?
ব্যাখ্যা: Who থাকলে by whom দিয়ে passive বাক্য গঠিত হলেও who দিয়েও বর্তমানে সম্ভব। আর প্রদত্ত বাক্যটি present perfect tense এ হওয়ায় সঠিক passive হবে (ঘ)।
18332. Construction augers - drill holes in soft grounds for the piers of large buildings.
for
used to
are used by
are used to
ব্যাখ্যা: বাক্যটি passive voice এ হবে। কেননা construction augers (নির্মাণ কাজে মাটিতে গর্ত করার যন্ত্রবিশেষ) নির্মাণ শ্রমিকরা মাটি গর্ত করার জন্য ব্যবহার করে আর বাক্যে কর্তা অনুপস্থিত। সুতরাং শূন্যস্থানে are used to ব্যবহৃত হবে কেননা drill শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
18333. The antonym of PERCISE is:
INDECENT
VAGUE
INCORRECT
INDISTINCT
ব্যাখ্যা: [Note: Percise-এর স্থলে শব্দটি precise (যথাযথ; নির্ভুল) হলে এর antonym হতো incorrect (ভুল)। Indecent অর্থ অশিষ্ট; অশ্লীল, vague অর্থ অস্পষ্ট; ভাসাভাসা এবং indistinct অর্থ অস্পষ্ট, অব্যক্ত।।
18334. Find the synonym of 'baffle'.
tight
encourage
balk
enlighten
ব্যাখ্যা: Hints: Baffle (বানচাল করা)-এর সমার্থক শব্দ (balk) (বানচাল করা)। Tight- শক্ত করা, encourage উৎসাহিত করা, enlighten- আলোকিত করা।
18335. I remember my sister taking me to the museum.
I remember I was taken to the museum by my sister.
I remember being taken to the museum by my sister.
I remember myself taken to the museum by my sister.
I remember taken to the museum by my sister.
ব্যাখ্যা: Italicized sentence-এর একই অর্থবোধক বিকল্প বাক্য হলো I remember being taken to the museum by my sister। অন্যগুলোর সাথে কালের বা অর্থের সাথে সঙ্গতিপূর্ণ না।
18336. Which one is the antonym of 'Hirsute'?
bald
Shaggy
erudite
glorious
ব্যাখ্যা: Hints: Hirsute (লোমশ)-এর বিপরীতার্থক শব্দ bald (লোমহীন)। Shaggy- (লোমশ), crudite পণ্ডিত, glorious- প্রসিদ্ধ।
18337. Which is the antonym of 'Animosity'?
Pretention
Odium
Love
Affectation
ব্যাখ্যা: Hints: Animosity (হিংসা)-এর বিপরীতার্থক শব্দ love ভালোবাসা। Odium-ঘৃণা, pretention-বানানটি ভুল। এর সঠিক বানান pretension দাম্ভিকতা, affectation-ভান বা অস্বাভাবিক আচরণ।
18338. The synonym of Indignant is-
Strident
Deviant
Pungent
Soundless
ব্যাখ্যা: Hints: Indignant (অবজ্ঞাপূর্ণ, ক্ষুব্ধ)-এর সমার্থক শব্দ pungent (বিদ্রপপূর্ণ) (Strident অর্থ কড়া; কঠোর, soundless অর্থ শব্দবিহীন আর deviant অর্থ স্বাভাবিক মান থেকে ভিন্ন।
18339. Find the antonym of 'earnest
ardent
serious
flippant
sincere
ব্যাখ্যা: Hints: Earnest (আন্তরিক)-এর বিপরীতার্থক শব্দ flippant (বৃষ্টতাপূর্ণ)। Ardent- অতিশয় আবুল বা উৎসাহী, serious- গুরুত্বপূর্ণ, sincere- আন্তরিক।
18340. The antonym of the word 'repulsive' is-.
Refulgent
Effulgent
alluring
meek
ব্যাখ্যা: Hints: "Repulsive' অর্থ বিরক্তিকর, ঘৃণ্য যার বিপরীত শব্দ alluring (মুগ্ধকর; জাদুকরী)। Rafulgent অর্থ দেদীপ্যমান, ffulgent অর্থ দীপ্তিমান আর meek: অর্থ নম্র ও ধৈর্যশীল; অপ্রতিবাদী।