ব্যাখ্যা: Hints: 'Precarious' অর্থ অনিশ্চিত যার একই অর্থবোধক শব্দ uncertain। প্রদত্ত বাক্যটির অর্থ- যখন নেতৃত্ব পরিবর্তন হলো তখন প্রতিষ্ঠানে তার অবস্থান অনিশ্চিত হয়ে পড়ল।
ব্যাখ্যা: [Note: প্রদত্ত Conceal শব্দের অর্থ লুকিয়ে রাখা কিন্তু Option-এ প্রদত্ত শব্দগুলো Conceal-এর বিপরীত অর্থ প্রকাশ করে। Option-এর Reveal, Unfold. Open- Discover শব্দের অর্থ- উন্মুক্ত করা, প্রকাশ করা।।
ব্যাখ্যা: Hints: Transform (রূপান্তরিত করা)-এর সমার্থক শব্দ change। অন্যদিকে transfer অর্থ বদলি করা; স্থানান্তর করা, continue অর্থ চালিয়ে যাওয়া এবং transact অর্থ পরিচালনা করা; লেনদেন করা।
ব্যাখ্যা: Hints: Evasive আর Explicit শব্দ দুটি পরস্পর বিপরীত কারণ mate অর্থ এড়িয়ে চলতে সচেষ্ট; ছলনাময়: ক্ষতিকর; সৎ নয় এমন আর explicit অর্থ পরিষ্কার ও পরিপূর্ণভাবে প্রকাশিত; সুনির্দিষ্ট।
ব্যাখ্যা: Hints: Zealous (উদ্দীপনাময়, আগ্রহোদ্দীপক)-এর সমার্থক শব্দ হলো ardent (অতিশয় Freedom আকুল বা উৎসাহী)। তাছাড়া (calous অর্থ ঈর্ষাকাতর, আর Impatient অর্থ- ধৈর্য নেই এমন।
ব্যাখ্যা: Hints: Barbarian (অসভ্য, অসংস্কৃত)-এর সমার্থক শব্দ হলো Lincitalized (অমার্জিত; অসভ্য)। তাছাড়া Unkind অর্থ নির্দয়; Unlikeness অর্থ অসাদৃশ্য আর impolite অর্থ অবিবেচক, অনীতিজ্ঞ।
18868. We are ANXIOUS to avoid any problems with regard to this.
ব্যাখ্যা: Hints: Anxious (উদ্বিগ্ন, চিন্তিত)-এর বিপরীত শব্দ Cool (চিন্তামুক্ত)। তাছাড়া worried অর্থ উদ্ভিা, composed অর্থ শান্ত এবং careless অর্থ উদাসীন।
ব্যাখ্যা: Hints: Hostility (বৈরিতা, শত্রুতা, বিপক্ষতা) এর বিপরীত শব্দ friendship (বন্ধুত্ব, মৈত্রী)। তাছাড়া partnership ডঃ দৈারিত্ব, enmity অর্থ শত্রুতা আর relationship অর্থ আত্মীয়তা; অন্তরঙ্গতা।
ব্যাখ্যা: Hints: Unbearable (অসহ্য, অসহনীয়)-এর সমার্থক শব্দ unpleasant (অপ্রীতিকর)। Tolerable অর্থ সহনীয়, acceptable অর্থ-গ্রহণযোগ্য আর under feate অর্থ-অপরাজিত।
ব্যাখ্যা: Hints: Spectacle' (বিশেষত চমৎকার, উল্লেখযোগ্য বা লক্ষণীয় কোনো দৃশ্য)-এর অর্থ প্রকাশ পায় sight (দর্শনীয় বস্তু) দ্বারা। অন্যদিকে impression অর্থ মনোগত বা অনুভূতিগত প্রতিক্রিয়া, view অর্থ দৃষ্টিপাত আর Scenery অর্থ দৃশ্য।
ব্যাখ্যা: Hints: Assent অর্থ সম্মতি; সংসদে গৃহীত কোনো বিলের প্রতি রাষ্ট্রপতির অনুমোদন; প্রতিগ্রহ। আর dissent অর্থ ভিন্নমতের প্রকাশ; মতদ্বৈধ। অন্যদিকে separation অর্থ বিচ্ছেদ, self-interest অর্থ ব্যক্তি স্বার্থ আর confusion অর্থ দ্বিধা।
ব্যাখ্যা: Hints: Perpetual (দীর্ঘস্থায়ী)-এর সমার্থক শব্দ হলো never ending (যা কখনো শেষ হয় না)। অন্যদিকে perfect অর্থ- নিখুঁত, confused অর্থ বিভ্রান্ত আর seasonal অর্থ ঋতু-ভিত্তিক।
ব্যাখ্যা: Hints: Ambition (তীব্র আকাঙ্ক্ষা; উচ্চাকাকঙ্কা)-এর সমার্থক শব্দ হলো Desire (ইচ্ছা; অভিপ্রায়)। অন্যদিকে Plan অর্থ- পরিকল্পনা, Proclamation অর্থ- ঘোষণা আর Decasion অর্থ- সিদ্ধান্ত।
ব্যাখ্যা: Hints: "Explicit' (পরিষ্কারভাবে ও পরিপূর্ণভাবে প্রকাশিত: সুনির্দিষ্ট) এর একই অর্থবোধক শব্দ হলো detailed (বিশদ, সবিশেষ)। অন্যদিকে definable অর্থ নির্বাপণীয়, resolvable অর্থ নিরসনযোগ্য আর demonstrative অর্থ অভিব্যক্তিশীল।
18877. The railway lines are EXTENDED and we are quite happy about it.
ব্যাখ্যা: Hints: Extended (সম্প্রসারিত)-এর বিপরীত শব্দ হলো curtailed (সংক্ষিপ্ত) অন্যদিকে protracted, widened এবং elongatel শব্দগুলো extended-এর সমার্থক শব্দ।
ব্যাখ্যা: Hints: Opulent (ধনী; বিত্তবান, প্রবলভাবে বৃদ্ধিশীল)-এর সমার্থক শব্দ rich। এছাড়া hard- working অর্থ কঠোর পরিশ্রমী, obscure অর্থ অন্ধকারময়; গুপ্ত আর comfortable অর্থ আরামদায়ক।