EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
19021. Which of the following words is not related to crying?
screaming
lamenting
weeping
stinking
ব্যাখ্যা: Hints: Cry আর্তনাদ করা, lament- শোক করা, scream- আর্তনাদ করা। Stink দুর্গন্ধ ছড়ানো, যা সে। শব্দের সাথে অসংগতিপূর্ণ।
19022. The synonym of 'die' is
pass for
pass out
pass off
pass away
ব্যাখ্যা: Hints: Die (মারা যাওয়া)-এর সমার্থক শব্দ pass aumy যার অর্থ মারা যাওয়া
19023. Choose the word opposite in meaning to the word: LIABILITY.
Assets
obese
Treasure
Debt
ব্যাখ্যা: Hints: Liability শব্দটির অর্থ দায়, বা মোট দেনা, যার বিপরীত শব্দ হলো sets যার অর্থ মূল্যবান বা হিতকদর গুণ সম্পদ। তাছাড়া property অর্থ বিষয় সম্পত্তি, বিত্ত, বৈভব, treasure অর্থ স্বর্ণ, রৌপ্য; অলংকার এর ভান্ডার আর dicit অর্থ কাণ যা এপ্রদত্ত শব্দটির synonym
19024. What is the antonym of 'anarchy'?
Instability
Unrest
Peace
Lawiessness
ব্যাখ্যা: Hints: Anarchy (নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা)- এর বিপরীত শব্দ Peace (শান্ত অবস্থা)। Option-এর বাকি তিনটি শব্দের অর্থ anarchy-এর সমার্থক।
19025. The stranger - in through the window last night.
creeping
crept
creeps
creep
ব্যাখ্যা: বাক্যে Past tense indicator last night থাকায় বাক্যটি Past indefinite tense এ হবে আর Past indefinite tense structure অনুযায়ী verb-এর past form প্রয়োজন। Base form creep-এর past form হলো crept ।
19026. Write the meaning of the word 'waive'.
change
forgo
weak
pright
ব্যাখ্যা: Hints: Waite (ছেড়ে দেয়া, পরিত্যাগ করা) শব্দের একই অর্থবোধক শব্দ হলো foryo। অন্যদিকে change অর্থ পরিবর্তন করা; uvak অর্থ দুর্বল আর pright বলে dictionary-তে কোনো শব্দ নেই।
19027. Fill in the gap with appropriate word : I hoped he - arrived safely.
has
had
is
would have
ব্যাখ্যা: কোনো কিছু হয়ে থাকবে বোঝাতে বা আশা ব্যক্ত করতে বাক্যটি past perfect tense-এ হবে কেননা hoped, past tense-এ আছে। সুতরাং শূন্যস্থানে had বসবে।
19028. The synonym of 'active' is-
passive
mature
busy
averse
ব্যাখ্যা: Hints: Active (সত্রিনা বা কর্মপরায়ণ)-এর synonym হলো busy (কর্মব্যস্ত)। Mature পরিপক্ক, passive- নিষ্ক্রিয়, averse- বিমুখ।
19029. Gravity শব্দটির অর্থ কি?
Irrelevant
Strange
Seriousness
Regular
ব্যাখ্যা: Hints: Gravity (অভিকর্ষ; গুরুত্বর অবস্থা; গম্ভীর ভাব) শব্দটির অর্থ Seriousness (গুরুত্বর অবস্থা; গাম্ভীর্য)।
19030. BROCHURE means-
Opening
Pamphlet
Bureau
Censor
ব্যাখ্যা: Hints: Brochure (কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ সংবলিত পুস্তিকা) অর্থ Pmphlet
19031. The synonym of 'increase' is--
Decrease
Quick
Augment
Less
ব্যাখ্যা: Hints: Increase অর্থ বৃদ্ধি করা বা পাওয়া; বাড়া বা বাড়ানো যার সমার্থক শব্দ হলো Augment যার অর্থও বর্ধিত করা; বাড়ানো। তাছাড়া Decrease অর্থ হ্রাস করা; Quick অর্থ দ্রুত আর Less অর্থ অধিকতর কম।
19032. The past participle of 'Spit' :
spite
spitten
spat
spate
ব্যাখ্যা: Spit অর্থ থুতু ফেলা যার past form এবং past participle form হলো spat। কিন্তু North American English spit-এর past ও past participle form হিসেবে spit ব্যবহৃত হয়।
19033. . Which one is singular number?
data
media
glass
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে singular number হলো glass যার plural number glasses অন্যদিকে option-এর বাকি শব্দগুলো plural যাদের singular form যথাক্রমে datum, medium এবং criterion।
19034. What is the antonym of 'malignant?
Worse
Harmful
Vindictive
Benign
ব্যাখ্যা: Hints: Malignant (অপকারী; ক্ষতিকর) শব্দের বিপরীত শব্দ হলো Benign (সদয়; বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ নয় এমন)। আর option-এর বাকি তিনটি শব্দ malignant-এর সমার্থক।
19035. Find the synonym of the word 'dwindle'.
develop
ascend
grow
drop
ব্যাখ্যা: Hints: Dwindle (হ্রাস পাওয়া)-এর সমার্থক শব্দ drop। Ascend-আরোহণ করা, develop-উন্নতি করা, grow জন্মানো।
19036. Which of the following is not the synonym of 'friendly?
amicable
intimate
hostile
close
ব্যাখ্যা: Hints: Amicable (বন্ধুত্বপূর্ণ), intimate এবং close (ঘনিষ্ঠ) friendly (বন্ধুত্বপূর্ণ)-এর সমার্থক। Hostile (শত্রুভাবাপন্ন বা কৈরী), যা friendly-এর বিপরীতার্থক শব্দ।
19037. The antonym of healthy' is:
shy
emaciated
obese
playful
ব্যাখ্যা: Hints: Healthy অর্থ স্বাস্থ্যবান, হালকা-পাতলা ও দুর্বল। অন্যদিকে shy অর্থ লাজুক, obese অর্থ ভীষণ মোটা আর playful সুস্থ; নীরোগ- যার বিপরীত শব্দ হলো emaciated অর্থ অর্থ কৌতুকপূর্ণ, ক্রীড়াপরায়
19038. Find the antonym of 'superficial'
careless
indifferent
profound
sufficient
ব্যাখ্যা: Hints: Superficial (উপরিগত; অগভীর; বাহ্য)-এর বিপরীত শব্দ হলো profound (গভীর)। Careless অর্থ যত্নহীন, অসাবধান, midiferent অর্থ উদাসীন, নিরুৎসুক আর suffuient অর্থ পর্যাপ্ত।
19039. The opposite word of 'violence' is-
discord
harmony
sympathy
conflict
ব্যাখ্যা: Hints: Violence (সহিংসতা)-এর antonym হলো harmony (মিল)। Disconl- রূপড়া,sympathy- সহানুভূতি, conflict- সংঘাত।
19040. They - living here since 2000.
are
have been
are still
will be
ব্যাখ্যা: Since + নির্দিষ্ট সময় উল্লেখ থাকায় বাক্যটি Present perfect continuous tense এ হবে। Present perfect continuous tense এর structure হলো Sub + have/has + been + verb + ing + since/for + time। সুতরাং শূন্যস্থানে have been বসবে।