19970. 'গীতাঞ্জলি' কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে?
ব্যাখ্যা: রবীন্দ্রনাথের নিজেই গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings লিখেছেন। আইরিশ কবি W.B Yeats শুধুমাত্র Song Offerings গ্রন্থের পরিচিতি (Introduction) অংশ লিখেছেন। প্রকৃতপক্ষে গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদক রবীন্দ্রনাথের নিজেই।