Image
MCQ
19901. 'ভূত' শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি?
তৃতনী
মেয়ে ভূত
পেত্নী
ভূতনী
19902. 'অলংকার' শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেষণ কোনটি?
অলম্+কার
অলং+কার
অ+লঙ্কার
অলঙ্ক+কার
19903. 'মৃন্ময়' শব্দের সন্ধি-বিচ্ছেদ কর-
মৃণ+ময়
মৃৎ+ময়
মৃত+ময়
মৃ+ময়
19904. 'বাদশাহ' এর লিঙ্গান্তর কোনটি?
রানী
বেগম
বাদশানী
সম্রাজ্ঞী
19905. কোনটি স্ত্রীবাচক শব্দ?
মায়াবী
দুঃখী
যোগী
বৈষ্ণবী
19906. 'গরীয়ান' শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি?
গরিয়সী
গরিয়নি
গরিয়াসী
গরিয়ানি
19907. 'কুলি' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
মহিলা কুলি
কামিন
কুলিনী
কামিনী
19908. 'বীর' শব্দের বিপরীত লিঙ্গ কী?
তেজস্বিনী
বীরাঙ্গনা
বীরাঙ্গী
বিদুষী
19909. 'অরণ্য' এর লিঙ্গান্তর কী?
আরণ্য
অরণ্য
অরণী
অরণ্যানী
19910. 'বাগদান' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ করুন:
বাক্+দান
বাগ+দান
বাঃ+দান
কোনোটিই নয়
19911. 'উদ্যোগ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উদ+যোগ
উৎ+যোগ
উদ্যো+গ
উত+যোগ
19912. 'ধাত্রী' শব্দটি কোন লিঙ্গ?
স্ত্রীলিঙ্গ
উভয় লিঙ্গ
পুংলিঙ্গ
ক্লীব লিঙ্গ
19913. বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
বাঁদী-বাঁদিনী
মালি-মালিনী
ধাত্রা-ধাত্রী
নর-নারী
19914. কোনটি পত্রী অর্থে স্ত্রীবাচক শব্দ?
ছাত্রী
দাদী
আয়া
সৎমা
19915. 'বিধবা' শব্দের বিপরীত লিঙ্গ কী-
বহুপত্নীক
বিপত্নীক
সধবা
অধবা
19916. সন্ধিজাত শব্দ-
উন্মনা
দখিনা
ফাল্গুন
মিনতি
19917. পুরুষবাচক শব্দ কোনটি?
রজকী
বৈষ্ণবী
মায়াবী
শ্রোত্রী
19918. নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ আছে?
ননদ
কুলটা
নবীন
কবিরাজ
19919. 'উন্নয়ন' এর সন্ধি-বিচ্ছেদ-
উৎ+নয়ন
উন্ন+য়ন
উৎ+য়ন
উৎ+অন
19920. 'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
সমার্থে
বিপরীতার্থে
বৃহদার্থে
ক্ষুদ্রার্থে