Image
অ্যাডভান্সড ইলেকট্রিসিটি MCQ
ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল আপডেট MCQ প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগোল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
21. পরিবর্তিত কারেন্টের কারণে একটি কয়েলে আবিষ্ট Emf-
ইন্ডাকট্যান্স এবং কারেন্ট পরিবর্তনের হারের সমানুপাতিক
ইন্ডাকট্যান্স এবং কারেন্ট পরিবর্তনের হারের ব্যস্তানুপাতিক
কয়েলের রেজিস্ট্যান্স এবং পরিবর্তনের হারের সমানুপাতিক
ওহমের সূত্র দ্বারা নির্ণীত হয়
22. চৌম্বক শলাকা হলো একটি-
ইলেকট্রোম্যাগনেট
প্রাকৃতিক চুম্বক
স্থায়ী চুম্বক
অস্থায়ী চুম্বক
23. কোনটি চুম্বকের মেরু সম্পর্কে প্রযোজ্য নয়?
একটি চুম্বকের মেরুদ্বয়কে কোনোভাবেই পৃথক করা যায় না
একটি চুম্বকের দুটি মেরুর শক্তি সবসময়ই সমান
অনেক ক্ষেত্রে অসম মেরু পরস্পরকে বিকর্ষণ করে
সমমেরু সবসময়ই পরস্পরকে বিকর্ষণ করে
24. একটি চৌম্বকক্ষেত্রে স্থাপিত একটি পরিবাহীর উপর প্রয়োগকৃত বলের পরিমাণ নির্ভর করে-
পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের দিকের উপর
পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের উপর
ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হারের উপর
পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং চৌম্বকক্ষেত্রের ফ্লাক্স ডেনসিটির উপর
25. আপদকালীন সময়ে সার্কিটকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত হতে স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ হতে বিচ্ছিন্ন করে যে যন্ত্র, তার নাম কী?
সার্কিট ব্রেকার
রিলে
ফিউজ
সুইচ
26. যখন একটি সার্কিটে সংযুক্ত ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তিত হয়, তখন তাতে একটি Emf আবিষ্ট হয়, যার পরিমাণ-
ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক
প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক
ভোল্টেজের পরিবর্তনের হারের সমানুপাতিক
প্রবাহিত কারেন্টের সর্বোচ্চ মানের সমানুপাতিক
27. এমন কিছু কিছু পদার্থ আছে, আনলে আকর্ষণের পরিবর্তে যেগুলোর কাছে চুম্বক সামান্য বিকর্ষণ করে, সেগুলোকে বলা হয়-
ফেরোম্যাগনেটিক পদার্থ
প্যারাম্যাগনেটিক পদার্থ
ডায়াম্যাগনেটিক পদার্থ
ম্যাগনেটিক পদার্থ
28. কোনটিতে চুম্বক ব্যবহৃত হয় না?
লাউডস্পিকারে
বৈদ্যুতিক আয়রনে
বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রে
টেলিফোনে
30. চৌম্বক বলরেখা-
মেরু ত্যাগ করে এবং মেরুতে প্রবেশ করে
চুম্বকের মধ্য দিয়ে উত্তর হতে দক্ষিণ মেরুতে যায়
একটি অন্যটিকে অতিক্রম করে যায়
চুম্বকের মধ্য দিয়ে দক্ষিণ হতে উত্তর মেরুতে যায়
32. কোনটি চৌম্বক বলরেখার ধর্ম নয়?
বলরেখাগুলো দক্ষিণ মেরু ত্যাগ করে এবং উত্তর মেরুতে প্রবেশ করে
বলরেখাগুলো নিরবচ্ছিন্ন ও বাঁকা হয়
বলরেখাগুলো কখনও একে অন্যকে ছেদ করে না
বলরেখাগুলো মেরুতে ঘনভাবে অবস্থান করে
33. কোনো পদার্থে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স প্রতিষ্ঠা করা যায়, সেটাই-
ফ্লাক্স ডেনসিটি
পারমিয়্যান্স
পারমিয়্যাবিলিটি
ফিল্ড ইনটেনসিটি
34. কোনটি প্রাকৃতিক চুম্বকের ধর্ম নয়?
লোহা বা লোহাজাতীয় পদার্থকে আকর্ষণ করে
সকল পদার্থ ভেদ করে যেতে পারে
মুক্তভাবে ঝুলালে উত্তর-দক্ষিণ দিকে অবস্থান নেয়
এর গুণাবলি চৌম্বক পদার্থে স্থানান্তরিত করে কৃত্রিম চুম্বকে পরিণত করা যায়
36. কারেন্টবাহী একটি পরিবাহীর চারদিকের চৌম্বক বলরেখার অভিমুখ নির্ণয় করা হয়-
ফ্লেমিং-এর দক্ষিণহস্ত বিধি দ্বারা
ফ্লেমিং-এর বামহস্ত বিধি দ্বারা
লেঞ্জের সূত্র দ্বারা
দক্ষিণহস্ত বৃদ্ধাঙ্গুলি দ্বারা
37. প্যারাম্যাগনেটিক পদার্থসমূহ-
চুম্বক কর্তৃক দুর্বলভাবে আকর্ষিত হয়
ডায়াম্যাগনেটিক পদার্থের মতোই
চুম্বক কর্তৃক দুর্বলভাবে বিকর্ষিত হয়
লোহাকে উত্তপ্ত করে তৈরি করা হয়
38. অ্যালুমিনিয়াম একটি-
চৌম্বক পদার্থ
অচৌম্বক পদার্থ
ডায়াম্যাগনেটিক পদার্থ
প্যারাম্যাগনেটিক পদার্থ
40. প্রাকৃতিক চুম্বকের উৎস ম্যাগনেটিক আয়রন-এর রাসায়নিক সংকেত-
Fe3O4
Fe2O3
FeO3
FeO2