অ্যাডভান্সড ইলেকট্রিসিটি MCQ
ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল আপডেট MCQ প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগোল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
41. ফ্লুওরেসেন্ট টিউবলাইটের সার্কিটে ব্যবহৃত চোক কয়েল কীভাবে টিউবলাইটের সাথে 2002 সংযোগ করা হয়?
সিরিজ
প্যারালাল
স্টার
ডেল্টা
42. সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের স্বাভাবিক আয়ুষ্কাল কত ঘণ্টা?
৮০০০
৯০০০
১০০০০
১২০০০
43. মার্কারি ভ্যাপার ল্যাম্পে সরবরাহ দেয়ার পর পরিপূর্ণভাবে আলো দিতে কতটুকু সময় লাগে?
১০ মিনিট
১১ মিনিট
১২ মিনিট
১৫ মিনিট
44. কোনটি অপরিবাহী পদার্থ নয়?
কার্বন
মাইকা
অ্যাজবেস্টস
ব্যাকেলাইট
45. সোডিয়াম ভ্যাপার ল্যাম্পে সরবরাহ দেয়ার পর পরিপূর্ণভাবে আলো দিতে কতটুকু সময় লাগে?
15-20 মিনিট
20-25 মিনিট
25-30 মিনিট
30-35 মিনিট
46. কোনটি পরিবাহী পদার্থ নয়?
তামা
অ্যালুমিনিয়াম
টাংস্টেন
সিলিকন
47. মার্কারি ভ্যাপার ল্যাম্পের আলো প্রতি ওয়াটে কত লুমেন?
60lu
70lu
80lu
90lu
48. সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, 500W ५० ইনক্যানডিসেন্ট একটি ল্যাম্পের কত গুণ ৮১ ক বেশি আলো দেয়?
৫ গুণ
৬ গুণ
৭ গুণ
৮ গুণ
49. সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের আলো প্রতি ওয়াটে কত লুমেন?
১০০ লুমেন
১৪০ লুমেন
২০০ লুমেন
২৫০ লুমেন
50. টাম্বলার সুইচ সাধারণত কত ভোল্ট সার্কিটে ব্যবহৃত হয়।
220V
200V
300V
400V
51. একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পদার্থের ডিসি কন্ডাকট্যান্সকে সেই পদার্থের বলে।
অ্যাডমিট্যান্স
সাসসেস্ট্যান্স
রেজিস্টিভিটি
কন্ডাকটিভিটি
52. ফ্লুওরেসেন্ট ল্যাম্পের টিউবের ভিতরের দেয়াল দিয়ে যে শ্বেতকায় পদার্থের প্রলেপ দেয়া হয়, তার নাম কী?
ফসফরাস পাউডার
কার্বন পাউডার
সালফার পাউডার
চকের গুঁড়া
53. বৈদ্যুতিক আলোর যতগুলো উৎস জানা আছে, তন্মধ্যে কোন ধরনের ল্যাম্প সর্বোচ্চ আলো প্রদানকারী?
মার্কারি ল্যাম্প
টিউব ল্যাম্প
সোডিয়াম আপার ল্যাম্প
নিয়ন ল্যাম্প
54. আয়রন ক্ল্যাড মেইন সুইচ কোন ধরনের সুইচ?
টাম্বলার সুইচ
SPST
SPDT
DPST
55. সর্বোত্তম ম্যালিয়্যাবল পদার্থ-
স্বর্ণ
রৌপ্য
লৌহ
অ্যালুমিনিয়াম
56. অপরিবাহী পদার্থের কোনটি বৈশিষ্ট্য নয়?
উচ্চ রেজিস্টিভিটি
উচ্চ ডাই-ইলেকট্রিক স্ট্রেংথ
উচ্চ ডাই-ইলেকট্রিক হিসটেরেসিস
ভালো তাপ পরিবাহিতা
57. যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎপ্রবাহের পদ বন্ধ করা ও খোলা যায়, তাকে কী বলে?
সুইচ
ফিউজ
ট্রান্সফর্মার
রিলে
58. কোনটি অর্ধপরিবাহী পদার্থ নয়?
সিলিকন
ইবোনাইট
জারমেনিয়াম
কার্বন
59. টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পের ভিতরে কী গ্যাস থাকে?
Ar
C
H₂
O₂
60. সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, একটি ফ্লুওরেসেন্ট ল্যাম্প বা মার্কারি ভ্যাপার ল্যাম্পের কতগুণ বেশি আলো দেয়?
২ গুণ
৩ গুণ
৪ গুণ
৫ গুণ