MCQ
341. মুসলিম নারী জাগরণের অগ্রদূত?
সুফিয়া কামাল
জাহানারা ইমাম
সেলিনা হোসেন
বেগম রোকেয়া সাখাওয়াত
342. 'সুলতানার স্বপ্ন' কি ধরনের রচনা?
উপন্যাস
কাব্য
নাটক
প্রবন্ধ
343. 'ধান্য তার বসুন্ধরা যার'- এ বাণীটি নিচের কোন রচনায় উদ্ধৃত হয়েছে?
বিড়াল
অপরিচিতা
সাম্যবাদী
চাষার দুক্ষু
344. "হৈম কে আমি লইয়া যাইব" কে বলেছিল?
হৈমন্তীর স্বামী
হৈমন্তীর বাবা
দিদিমা
বনমালী বাবু
345. কোনটি বেগম রোকেয়ার রচনা নয়?
মতিচুর
পদ্মিনী
সুলতানার স্বপ্ন
অবরোধবাসিনী
346. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত
ভাষাতত্ত্বাবিদ
সাহিত্যের ইতিহাস রচয়িতা
ইসলাম প্রচারক
সমাজ সংস্কারক
347. নিচের কোনটি নাটক?
গড্ডলিকা
সিন্ধু হিন্দোল
রক্তকরবী
কালান্তর
348. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
পল্লী সমাজ
শেষ প্রশ্ন
পদ্মরাগ
পরিণীতা
349. যে রচনাটির সঙ্গে রোকেয়ার সাহিত্যকর্মের সম্পর্ক নেই-
পিপাসা
সৌরজগৎ
সওগাত
লুৎফউন্নেসা
350. বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য যার নাম এদেশের সাহিত্যের ইতিহাসে অত্যুজ্জ্বল হয়ে রয়েছে-
ড. মুহাম্মদ এনামুল হক
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আবুল ফজল
351. কোন দুটি গ্রন্থ বেগম রোকেয়ার রচনা?
অবরোধবাসিনী ও ক্রীতদাসের হাসি
পদ্মরাগ ও অবরোধবাসিনী
দোলনচাঁপা ও মতিচুর
খোয়াবনামা ও পদ্মরাগ
352. কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
শেষের কবিতা
সোনার তরী
শেষ বিকেলের মেয়ে
নৌকাডুবি
353. রবীন্দ্রনাথের 'বলাকা' কাব্যে ব্যবহৃত ছন্দের নাম:
মুক্তক ছন্দ
গদ্য ছন্দ
স্বরবৃত্ত ছন্দ
মন্দাক্রান্তা ছন্দ
354. 'বাণী শিক্তয়াহ ও জওয়াব-ই-শিয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?
আবুল কালাম শামসুদ্দীন
কাজী আবদুল ওদুদ
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ইব্রাহিম খাঁ
355. বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?
১৮৭০ সালে গাইবান্ধা জেলায়
১৮৮১ সালে নীলফামারি জেলায়
১৮৮০ সালে রংপুর জেলায়
১৮৭৯ সালে রংপুর জেলায়
356. বহুভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে?
শেক্সপীয়র
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আলবার্টো মোরোভিয়া
চেখভ
357. 'সুলতানার স্বপ্ন' গ্রন্থের রচয়িতা কে?
তসলিমা নাসরিন
সুফিয়া কামাল
রোকেয়া সাখাওয়াত হোসেন
রাবেয়া খাতুন
358. মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে?
বেগম শামসুন নাহার
সেলিনা হোসেন
রোকেয়া সাখাওয়াত হোসেন
সুফিয়া কামাল
359. রোকেয়া সাখাওয়াত হোসেন এর কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা?
মতিচুর
পদ্মরাগ
সুলতানার স্বপ্ন
অবরোধবাসিনী
360. বাংলা ভাষার অভিধান রচনার জন্য ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমিতে কোন সালে যোগদান করেন?
১৯৪৯ সালে
১৯৬০ সালে
১৯৫০ সালে
১৯৫৮ সালে