MCQ
41. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
আমার জীবনী
সংগ্রাম
অসমাপ্ত আত্মজীবনী
আমার বাংলাদেশ
42. বঙ্গবন্ধু কত তারিখে মৃত্যুবরণ করেন?
১৪ আগস্ট
১৫ আগস্ট
১৬ আগস্ট
১৭ আগস্ট
43. নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়?
অসমাপ্ত আত্মজীবনী
আমার দেখা নয়াচীন
কারাগারের রোজনামচা
আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
44. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
১৬ ডিসেম্বর
১৭ মার্চ
১০ জানুয়ারি
৮ জানুয়ারি
45. 'আমার দেখা নয়াচীন' কে লিখেছেন?
মওলানা ভাসানী
শহীদুল্লা কায়সার
আবুল ফজল
শেখ মুজিবুর রহমান
46. কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারবেনা"।- এখানে কার কথা বলা হয়েছে?
যার সাহস আছে
দাম্ভিক ব্যক্তি
আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তি
আত্মাবিশ্বাসী ব্যক্তি
47. ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দি ছিলেন?
ঢাকা
ফরিদপুর
নারায়ণগঞ্জ
চট্টগ্রাম
48. 'অসমাপ্ত আত্মজীবনী' একটি-
উপন্যাস
প্রবন্ধ গ্রন্থ
আত্মজীবনীমূলক গ্রন্থ
নাটক
49. 'বায়ান্নর দিনগুলো' কোন কাব্য গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
একাত্তরের দিনগুলো
আরেক ফাল্গুন
হাঙ্গর নদী গ্রেনেড
অসমাপ্ত আত্মজীবনী
50. বঙ্গবন্ধু 'কারাগারের রোজনামচা' গ্রন্থে কোন সময়ের স্মৃতি লিপিবন্ধ করেছেন-
১৯৬৯-৭১
১৯৬৬-৬৮
১৯৭০-৭১
১৯৬২-৬৮
51. বঙ্গবন্ধুর নারায়ণগঞ্জ জাহাজঘাট থেকে ফরিদপুর জেলে পৌঁছাতে কত ঘণ্টা লেগেছিল?
২৫
২৭
২৬
২৮
52. 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির ভূমিকা লিখেছেন কে?
কামাল আব্দুল নাসের
শেখ রেহানা
শেখ হাসিনা
মুনতাসির মামুন
53. মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ 'আমার কিছু কথা' এর লেখক কে?
নীলিমা ইব্রাহিম
জহির রায়হান
আবদুল গাফ্ফার চৌধুরী
শেখ মুজিবুর রহমান
54. 'তোমার মার বাড়ি, তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি। আবার আমাকে দেখতে এসো।' উক্তিটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
রক্তাক্ত প্রান্তর
অসমাপ্ত আত্মজীবনী
কারাগারের রোজনামচা
দৌলত কাজী
55. আমরা আলোচনা করে ঠিক করেছি, যাই হোক না কেন, আমরা অনশন ভাঙব না। যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে।” উক্তিগুলো কার রচিত?
কাজী নজরুল ইসলাম
আবদুর রশিদ তর্কবাগীশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মহিউদ্দিন আহমদ
56. 'এভাবে মৃত্যু বরণ করে কী লাভ হবে? 'বায়ান্নর দিনগুলো' রচনায় উক্তিটি কার?
সিভিল সার্জনের
ডেপুটি জেলারের
আমীর হোসেনের
মহিউদ্দিন আহমেদের
57. 'বঙ্গবন্ধু শেখ মুজিব' গ্রন্থের রচয়িতা?
সেলিনা হোসেন
রশীদ করিম
ড. মযহারুল ইসলাম
সৈয়দ শামসুল হক
58. বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম কী?
আমার কিছু কথা
কারাগারের রোজনামচা
অসমাপ্ত আত্মজীবনী
রক্তাক্ত বাংলা
59. কারাগারের রোজনামচা-
নাটক
কাব্য
উপন্যাস
দিনলিপি
60. 'বায়ান্নর দিনগুলো অনুসারে জেলখানায় অনশনকারীর সংখ্যা কতজন?
দুই জন
চারজন
তিন জন
পাঁচ জন