Image
MCQ
101. জসীমউদ্দীন এর 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
তত্ত্ববোধিনী পত্রিকা
ধূমকেতু
কল্লোল
কালি ও কলম
102. পল্লীকবি জসীমউদ্‌দীনের উপন্যাস মোট কয়টি?
একটি
দুইটি
বারটি
চৌদ্দটি
103. 'কবর' কবিতার দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন?
গজনীর হাটে
উজানতলীর হাটে
শাপলার হাটে
মেঘনার হাটে
104. কোনটি জসীমউদ্‌দীনের রচনা?
বোবা কাহিনী
হাঁসুলী বাঁকের উপকথা
ভাওয়াল গড়ের উপাখ্যান
ঠাকুরবাড়ির আঙিনায়
105. 'চলে মুসাফির' ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থটি কে রচনা করেন?
সৈয়দ মুজতবা আলী
জসীমউদ্‌দীন
কাজী নজরুল
ইসলাম ইব্রাহীম খাঁ
106. 'কবর' কবিতার লেখক কে?
মুনীর চৌধুরী
রজনীকান্ত সেন
রওশন ইজাদারী
জসীমউদ্‌দীন
107. কোন কবির নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে?
জসীমউদ্‌দীন
রবীন্দ্রনাথ ঠাকুর
সুফিয়া কামাল
গোলাম মোস্তফা
108. জসীমউদ্‌দীনের 'আসমানী' চরিত্রটির বাড়ি কোথায়?
গোপালগঞ্জ
রাজবাড়ি
ফরিদপুর
মাদারীপুর
109. কোনটি জসীমউদ্‌দীনের ভ্রমণকাহিনী?
নক্সী কাঁথার মাঠ
যে দেশে মানুষ বড়
পদ্মরাগ
ঠাকুর বাড়ির আঙ্গিনায়
110. ছাত্রাবস্থায় রচিত কোন কবির কবিতা কলকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল?
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্‌দীন
শামসুর রাহমান
নির্মলেন্দু গুণ
111. জসীমউদ্‌দীনের নাটক কোনটি?
রাখালী
মাটির কান্না
গাজী মিয়াঁর বস্তানী
বেদের মেয়ে
112. 'কবর' কবিতায় কয়টি পক্তি রয়েছে?
১৩টি
১০২টি
৯৬টি
১১৮টি
113. 'কবর' কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
বালুচর
ধানক্ষেত
রাখালী
সোজন বাদিয়ার ঘাট
114. কোনটি জসীমউদ্‌দীনের কাব্য নয়?
মাটির মায়া
ঠাকুর বাড়ির আঙ্গিনায়
হাসু
এক পয়সার বাঁশি
115. কবি জসীমউদ্দীনের 'কবর' কবিতার বিষয়বস্তু হলো-
স্ত্রী বিয়োগের বেদনা
প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ
বিলাপ সন্তান হারানোর শোঁকগাথা
বন্ধু বিচ্ছেদের করুণ কাহিনী
116. আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও” পঙ্ক্তিটি কোন কবির লেখা?
মোজাম্মেল হক
জসীমউদ্‌দীন
কামিনী রায়
সত্যেন্দ্রনাথ দত্ত
117. আসমানীদের দেখতে কোথায় যেতে হবে?
জামালপুর
রসুলপুর
মধুপুর
শেরপুর
118. এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।" পঙ্ক্তিটি কোন কবির রচনা?
কাজী নজরুল ইসলাম
কবি জসীমউদদীন
আবদুল কাদির
সুফিয়া কামাল
119. জসীমউদ্‌দীন 'কবর' কবিতা রচনার সময়ে-
স্কুলে পড়েন
কলেজে পড়েন
বিশ্ববিদ্যালয়ে পড়েন
আইন বিভাগে পড়েন
120. 'কবর' কবিতা কোন ছন্দে রচিত?
স্বরবৃত্ত
অক্ষরবৃত্ত
মাত্রাবৃত্ত
ত্রিপদী