Image
MCQ
121. কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোন গ্রন্থ একজন রাজনৈতিক নেতাকে উপলক্ষ্য করে রচিত?
অগ্নিবীণা
জিঞ্জীর
বুলবুল
চিত্তনামা
122. কাজী নজরুল ইসলামের 'রিক্তের বেদন' কোন ধরনের রচনা?
গল্পগ্রন্থ
কাব্যগ্রন্থ
উপন্যাস
নাটক
123. বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি?
মৃত্যুক্ষুধা
বাঁধনহারা
কুহেলিকা
যোগাযোগ
124. 'রঙিলা নায়ের মাঝি' এর লেখক হলেন-
জসীমউদ্‌দীন
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ফররুখ আহমদ
অতুল প্রসাদ
125. কবি জসীমউদ্‌দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি?
রাখালী
এক পয়সার বাঁশি
বালুচর
ধানক্ষেত
126. জসীমউদ্‌দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
সোজন বাদিয়ার ঘাট
বালুচর
নক্সী কাঁথার মাঠ
রাখালী
127. বাংলাদেশের রণসংগীত কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
অগ্নিবীণা
প্রলয় শিখা
বিষের বাঁশী
সন্ধ্যা
128. কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতায় উল্লেখকৃত 'শাক্যমুনি' কে?
গৌতম বুদ্ধ
যিশু খ্রিষ্ট
চৈতন্য
অতীশ দীপঙ্কর
129. 'নক্সী কাঁথার মাঠ' কোন কবির কাব্যকে আশ্রয় করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে?
জীবনানন্দ দাশ
বন্দে আলী মিয়া কা
জী নজরুল ইসলাম
জসীমউদ্‌দীন
130. 'নক্সী কাঁথার মাঠ' কি ধরনের কাব্য?
মহাকাব্য
পত্রকাব্য
গীতিকাব্য
নৃত্যনাট্য
131. 'নক্সী কাঁথার মাঠ' কোন জাতীয় কাব্য?
কাহিনীকাব্য
উপাখ্যান
গাথাকাব্য
চম্পুকাব্য
132. 'অগ্নিবীণা' কাব্য উৎসর্গ করা হয়-
শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে
শ্রী বারীন্দ্রকুমার ঘোষকে
শ্রীকৃষ্ণ মজুমদারকে
রবীন্দ্রনাথ ঠাকুরকে
133. 'নক্সী কাঁথার মাঠ' বইয়ের লেখক কে?
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
জসীমউদ্‌দীন
মীর মশাররফ হোসেন
134. 'বেদের মেয়ে' গীতিনাট্যটি কে লিখেছেন?
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্‌দীন
ড. নীলিমা ইব্রাহীম
রবীন্দ্রনাথ ঠাকুর
135. 'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
যুগ-বাণী
দুর্দিনের যাত্রী
রুদ্র-মঙ্গল
রাজবন্দির জবানবন্দি
136. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?
হরতাল
প্রলয় শিখা
নিষিদ্ধ লোবান
অনল প্রবাহ
137. Field of the Embroidery Quilt কাব্যটি কবি জসীমউদ্‌দীনের কোন কাব্যের ইংরেজী অনুবাদ?
সোজন বাদিয়ার ঘাট
রঙিলা নায়ের মাঝি
নক্সী কাঁথার মাঠ
রাখালী
138. 'সোজন বাদিয়ার ঘাট' রচয়িতা কে?
শামসুর রাহমান
ড. শহীদুল্লাহ
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
139. একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী।- বিখ্যাত এই চরণ দুইটির রচয়িতার নাম-
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
কাজী নজরুল ইসলাম
অতুলপ্রসাদ সেন
140. জসীমউদ্‌দীন রচিত 'নিমন্ত্রণ' কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
বালুচর
ধানক্ষেত
রাখালী
মাটির কান্না