Image
আধুনিক যুগ MCQ
521. বাংলা সাহিত্যর প্রথম সার্থক ছোটগল্পকার হলেন-
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সৈয়দ ওয়ালীউল্লাহ
522. কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
শেষের কবিতা
বিষের বাঁশি
চোখের বালি
বৌঠাকুরানীর হাট
523. 'ঘরে-বাইরে' উপন্যাসের মূল উপজীব্য হলো-
ব্রিটিশ ভারতের রাজনীতি
ইতিহাস
প্রেম-ভালবাসা
জমিদার-প্রজার কাহিনী
524. 'গোরা' উপন্যাসের লেখক কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
রমেশচন্দ্র সেন
রবীন্দ্রনাথ ঠাকুর
525. 'দেনা-পাওনা' গল্পটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সৈয়দ মুজতবা আলী
526. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
একরাত্রি
ক্ষুধিত পাষাণ
নষ্টনীড়
মধ্যবর্তিনী
527. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ-
য়ুরোপ প্রবাসীর পত্র
জাপান যাত্রীর পত্র
ঘুরোপ যাত্রীর ডায়ারি
জাভা যাত্রীর পত্র
528. 'চতুরঙ্গ' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ?
নাটক
প্রবন্ধ
উপন্যাস
কাব্য
529. 'চতুরঙ্গ' গ্রন্থটি কার রচিত?
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
বলাইচাঁদ মুখোপাধ্যায়
দীনবন্ধু মিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
530. 'নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি?
গল্প
নাটক
উপন্যাস
প্রবন্ধ
531. কোনটি রবীন্দ্রনাথের রচনা?
চতুর্দশী
চতুষ্কোণ
চতুরঙ্গ
চতুষ্পাঠী
532. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস?
গোরা
শেষের কবিতা
নৌকাডুবি
চোখের বালি
533. নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা?
ক্ষুধিত পাষাণ
মাস্টার মশায়
একটি তুলসী গাছের কাহিনী
পদ্মগোখরা
534. 'দেনাপাওনা' উপন্যাস ও 'দেনাপাওনা' ছোটগল্পের লেখক যথাক্রমে-
রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
535. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর?
গণদেবতা
বিষবৃক্ষ
আরণ্যক
ঘরে-বাইরে
536. 'গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়'। উদ্ধৃত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য?
অমিত রায়
শোভন লাল
লাবণ্য
কেতকী
537. গল্পগুচ্ছের লেখক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
সুনীল গঙ্গোপাধ্যায়
বীরবল সৈয়দ
মুজতবা আলী
538. 'ঘরে-বাইরে' উপন্যাসটি কার লেখা?
আলাওল
মোতাহার হোসেন
দীন মহম্মদ
রবীন্দ্রনাথ ঠাকুর
539. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোটগল্প কোনটি?
ভিখারিণী
সমাপ্তি
ছুটি
অপরিচিতা
540. যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে?
হৈমন্তী
কোরবানী
বিলাসী
মহেশ