আধুনিক যুগ MCQ
541. 'ভানুসিংহ ঠাকুরের পদাবলি'র ভাষা-
সৌরসেনী অপভ্রংশ
ব্রজবুলি
বঙ্গকামরূপী
বঙ্গভাষা
542. রবীন্দ্রনাথ ঠাকুর মানবজীবনের সাথে কোনটির তুলনা করেছেন?
নদী
পথ
বৃক্ষ
পাহাড়
543. 'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
বিষ্ণু দে
544. পদাবলি লিখেছেন-
রবীন্দ্রনাথ ঠাকুর
মাইকেল মধুসুদন দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
কায়কোবাদ
545. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস-
চোখের বালি
শেষের পাতা
বৌঠাকুরানীর হাট
গোরা
546. নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম?
কবি
জীবনের জলছবি
ছবি
কাঠ কয়লার ছবি
547. নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
সোনার তরী
চিত্রা
বলাকা
নৌকাডুবি
548. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস?
শেষের কবিতা
ডাকঘর
বলাকা
কালান্তর
549. 'বাংলার মাটি বাংলার জল' সনেটটি কার রচনা?
অতুলপ্রসাদ সেন
দ্বিজেন্দ্রলাল রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
550. শেষের কবিতা' কী?
কাব্য
গীতিকবিতা
কাব্যোপন্যাস
উপন্যাস
551. 'শেষের কবিতা' কে লিখেছেন?
সেলিনা হোসেন
রবীন্দ্রনাথ ঠাকুর
চন্দ্রাবতী
জীবনানন্দ দাশ
552. বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা '১৪০০ সাল' এর রচয়িতা কে?
কাজী নজরুল
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
গোলাম মোস্তফা
553. রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত, সেটি কোনটি?
বাংলাদেশর জাতীয় সংগীত
গল্পগুচ্ছ
সঞ্চয়িতা
গীতাঞ্জলি
554. 'ভানুসিংহ ঠাকুরের পদাবলি' এর রচিয়তা কে?
ভানু বন্দোপাধ্যায়
ভারতচন্দ্র
রবীন্দ্রনাথ ঠাকুর
চণ্ডীদাস
555. 'শেষের কবিতা' রবীন্দ্রনাথের রচিত-
উপন্যাসের নাম
কবিতার নাম
গল্প সংকলনের নাম
নাটকের নাম
556. রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সুকুমার সেন
হরপ্রসাদ শাস্ত্রী
পবিত্র সরকার
557. 'বিদায় অভিশাপ' কবিতাটি কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
মাইকেল মধুসূদন দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
558. রবীন্দ্রনাথের বিখ্যাত 'শা-জাহান' কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে?
ক্ষণিকা
বলাকা
চিত্রা
মানসী
559. রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঊর্বশী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক্ষণিকা
বলাকা
চিত্রা
সোনার তরী
560. রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি?
পরিশেষ
জন্মদিনে
শেষ লেখা
পুনশ্চ