আধুনিক যুগ MCQ
601. 'বিষাদসিন্ধু' একটি-
গবেষণা গ্রন্থ
ধর্মবিষয়ক প্রবন্ধ
ইতিহাস আশ্রয়ী উপন্যাস
আত্মজীবনী
602. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে?
মশাররফ হোসেন
নজরুল ইসলাম
আবুল ফজল
শওকত ওসমান
603. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
জগৎ মোহিনী
বসন্তকুমারী
আয়না
মোহনী প্রেমদাস
604. 'মহাশ্মশান' মহাকাব্যটি কার রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ
মহাকবি আলাওল
605. কায়কোবাদ কর্তৃক রচিত কাব্যগ্রন্থ-
অশ্রুমালা
মহাশ্মশান
অমিয়ধার
সবগুলো
606. 'বিষাদসিন্ধু' কী ধরনের রচনা?
নাট্যকাব্য
ঐতিহাসিক রচনা
গদ্যকাব্য
উপন্যাস
607. 'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা?
নাটক
আত্মজৈবনিক উপন্যাস
কাব্য
গীতি কবিতার সংকলন
608. 'গাজী মিয়ার বস্তানী' কি ধরনের রচনা?
উপন্যাস
নাটক
আত্মজীবনী
কাব্য
609. মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা-
বিষাদসিন্ধু
জমীদার দর্পণ
বসন্তকুমারী
গাজী মিয়ার বস্তানী
610. নিচের কোনটি কায়কোবাদ রচিত মহাকাব্য?
অশ্রুমালা
মহাশ্মশান
বলাবান
মেঘনাদবধ
611. 'জমীদার দর্পণ' নাটকের লেখক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
মীর মশাররফ হোসেন
সৈয়দ ওয়ালীউল্লাহ
612. 'উদাসীন পথিকের মনের কথা' কার রচনা?
মীর মশাররফ হোসেন
প্রমথ চৌধুরী
শাহাদাৎ হোসেন
ফররুখ আহমদ
613. মীর মশাররফ হোসেনের 'বিষাদ সিন্ধু' কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লিখিত?
কারবালার যুদ্ধ
পানিপথের যুদ্ধ
পলাশীর যুদ্ধ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ
614. কবি কায়কোবাদের সঠিক জন্ম সন কোনটি?
১৮৫৮
১৮৫৭
১৮৬৭
১৮৭৭
615. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?
নটির পূজা
বেহুলা গীতাভিনয়
নবীন তপস্বিনী
কৃষ্ণকুমারী
616. কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
চম্পাবতী
গঙ্গামণি
লাজুকলতা
বিরহবিলাপ
617. 'বিবি কুলসুম' কার রচনা?
মোজাম্মেল হক
ইসমাইল হোসেন সিরাজী
কাজী ইমদাদুল হক
মীর মশাররফ হোসেন
618. 'বসন্তকুমারী' নাটক কার রচনা?
সঞ্জীবকুমার চট্টোপাধ্যায়
মীর মশাররফ হোসেন
সৈয়দ ওয়ালীউল্লাহ
শহীদুল্লা কায়সার
619. কোন বিষয়ের উপর ভিক্তি করে 'মহাশ্মশান' কাব্য রচিত?
পানি পথের প্রথম যুদ্ধ
পানি পথের দ্বিতীয় যুদ্ধ
পানি পথের তৃতীয় যুদ্ধ
পলাশীর যুদ্ধ
620. কায়কোবাদের আসল নাম কী?
কাজেম আল কুরায়শী
আবু নাসের কায়কোবাদ
কায়কোবাদ ইসলাম
আবুল হোসেন কায়কোবাদ