Image
আন্তর্জাতিক প্রশ্ন MCQ
1. আকাবা একটি –
সমুদ্র বন্দর
বিমান বন্দর
স্থল বন্দর
নদী বন্দর
2. NATO-এর পূর্ণরূপ কী?
North Atlantic Treaty Organisation
North Alliance Treaty Organisation
North American Trust Organisation
North African Treaty Organisation
3. চীনের জিনিজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম-
তুর্কমেন
উইঘুর
তাজিক
কাজাখ
4. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন-
কার্ল মার্কস
ফ্রেডরিক এঙ্গলস
ভি.আই.লেনিন
মাও সেতুং
5. জাতিসংঘে মূল সনদ স্বাক্ষরকারী দেশ কতটি?
১৫টি
২৩টি
৩২টি
৫১টি
6. বিশ্ব মানবাধিকার দিবস-
৮ ডিসেম্বর
১০ ডিসেম্বর
১১ ডিসেম্বর
১৩ ডিসেম্বর
7. কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
মালয়শিয়া
ফিলিপাইন
ভিয়েতনাম
কম্বোডিয়া
8. নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
ভারত-নেপাল
ভারত-পাকিস্তান
ভারত –চীন
ভারত-ভুটান
9. জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
১১
১৫
১৭
২১
10. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
মালয়শিয়া
ইন্দোনেশিয়া
চীন
ইংল্যান্ড
11. ‘The lady with the Lamp’ নামে পরিচিত-
হেলেন কেলার
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
মাদার তেরেসা
সরোজিনী নাইডু
12. ইউক্রেনের রাজধানীর বর্তমান নাম কী?
জেনেভা
কিয়েভ
রোস্টভ
বদরুঙ্কু
13. Trafalgar Square এর অবস্থান-
রাশিয়ায়
ইংল্যান্ডে
ফ্রান্সে
চীনে
14. United Nations Framework Convention on Climate Change এর মূল আলোচ্য বিষয়-
জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ
গ্রিন হাউস গ্যাসের নি:সরণ ও প্রশমন
সমুদ্রের উচ্চতা বৃদ্ধি
বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন
15. মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়-
উত্তর আমেরিকায়
দক্ষিণ আমেরিকায়
মধ্য আফ্রিকায়
মধ্য আমেরিকায়
16. সার্কের সাংস্কৃতিক রাজধানী কোনটি?
মহাস্থান গড়, বাংলাদেশ
লুম্বিনী, নেপাল
হস্তিনাপুর, ভারত
মহেনজোদারু, পাকিস্তান
17. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম-
এনএলডি
ন্যাশনাল ইউনিটি সরকার
বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল
অং সান সুচি সরকার
19. কোভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি লোক মৃত্যুবরণ করেছে কোন দেশে?
চীন
ভারত
পাকিস্তান
থাইল্যান্ড
20. Word development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
UNDP
World Bank
IMF
BRICS