Image
আন্তর্জাতিক প্রশ্ন MCQ
61. 'Friday For Future' কোন ধরনের আন্দোলন?
ধর্মীয় আন্দোলন
পরিবেশবাদী আন্দোলন
শান্তিবাদী আন্দোলন
গণতান্ত্রিক আন্দোলন
62. সিত্রাং ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল কোন দেশ
সিঙ্গাপুর
তাইওয়ান
ভিয়েতনাম
থাইল্যান্ড
63. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি?
জলবায়ু কার্যক্রম
মানসম্মত শিক্ষা
দারিদ্র্য বিমোচন
শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
64. জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention of Biological Diversity) হচ্ছে-
কার্টাগোনা প্রটোকল
মন্ট্রিল প্রটোকল
কিয়াটো প্রটোকল
প্যারিস চুক্তি
65. বৈশ্বিক শান্তিসূচক-২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো-
আইসল্যান্ড
জাপান
সিঙ্গাপুর
সুইজারল্যান্ড
66. হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
জিবুতি
মাদাগাস্কার
শ্রীলংকা
ভারত
67. নাগাসাকি কোন দেশের শহর?
কম্বোডিয়া
জাপান
ফিলিপাইন
ভিয়েতনাম
68. নিম্নের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয়?
আফগানিস্তান
ভুটান
মালদ্বীপ
মিয়ানমার
69. আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সভাপতির মেয়াদ কত বৎসর?
২ বৎসর
৩ বৎসর
৬ বৎসর
৯ বৎসর
70. যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কত বছর অন্তর হয়?
দুই বছর
এক বছর
তিন বছর
চার বছর
71. 'বার বিধি' (The Twelve Tables) কী?
রোমান আইনের ভিত্তি
স্থাপত্যের ১২টি নির্দেশনা
ফুটবল খেলার নিয়মাবলি
স্থানীয়/দেশি খেলা
72. কোন দুটি প্লেটের অবস্থিত? সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট
ইন্ডিয়ান ও ইউরেশিয়ান
ইন্ডিয়ান ও বার্মিজ
ইন্ডিয়ান ও আফ্রিকান
বার্মিজ ও ইউরেশিয়ান
73. নিম্নের সংস্থাসমূহের মধ্যে বাংলাদেশ কোনটির সদস্য নয়?
BIMSTEC
OIC
D-8
ASEAN
74. IMF এর পূর্ণ অভিব্যক্তি কী?
International Mandatory Fund
International Monetary Fund
International Matching Fund
International Mutual Fund
75. FAO এর সদর দপ্তর কোথায়?
ওয়াশিংটন
মস্কো
রোম
টোকিও
76. উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে?
আর্টিকেল ২
আর্টিকেল ৩
আর্টিকেল ৪
আর্টিকেল ৫
77. বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
সিলেট
খুলনা
বরিশাল
চট্টগ্রাম
78. আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?
উদারবাদ
বাস্তববাদ
মার্কসবাদ
কোনোটিই নয়
79. সিয়াচেন হিমবার (Siachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
ভারত ও চীন
নেপাল ও চীন
পাকিস্তান ও চীন
ভারত ও পাকিস্তান
80. দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন (কপ-২৮) মূল ফোকাস ছিল-
জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ
জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক
ওজোনস্তর ক্ষয় নিয়ন্ত্রণ বিষয়ক
মরুকরণ প্রক্রিয়া হ্রাসকরণ