EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

আন্তর্জাতিক প্রশ্ন MCQ
41. বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশীলা কোথায় অবস্থিত?
নেপাল
পাকিস্তান
শ্রীলংকা
থাইল্যান্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: তক্ষশীলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত শহর এবং একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। তক্ষশীলার অবস্থান ইসলামাবাদ রাজধানী অঞ্চল এবং পাঞ্জাবের রাওয়ালপিন্ডি থেকে প্রায় ৩২ কিলোমিটার (২০ মাইল) উত্তর-পশ্চিমে, যা গ্রান্ড ট্রাঙ্ক রোড থেকে খুব কাছে। তক্ষশীলা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৪৯ মিটার (১,৮০১ ফিট) উচ্চতায় অবস্থিত। ভারতবিভাগ পরবর্তী পাকিস্তান সৃষ্টির আগ পর্যন্ত এটি ভারতবর্ষের অর্ন্তগত ছিল। পুরাতন তক্ষশীলা ছিল প্রাচীন গান্ধারের রাজধানী শহর যা সিন্ধু নদীর পূর্ব তীরে অবস্থিত এবং ভারতীয় উপমহাদেশ এবং মধ্য এশিয়ার প্রধান সংযোগস্থল। এটি প্রায় ১০০০ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। তক্ষশীলার কিছু ধ্বংসাবশেষ আচেমেনিড পারস্য সাম্রাজ্যের সময় থেকে শুরু করে, পরবর্তীতে মৌর্য সাম্রাজ্য, ইন্দো-গ্রীক সাম্রাজ্য, ইন্দো-সিথিয়ান এবং কুশান সাম্রাজ্য। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
42. ২০২৫ সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP-30 অনুষ্ঠিত হবে কোন দেশে?
স্পেন
ব্রাজিল
ইতালি
মিশর
43. ন্যাটো জোটের সদর দপ্তর কোথায়?
রোমে
ব্রাসেলস
প্যারিস
বার্লিন
ব্যাখ্যা: তথ্য: উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো (ইংরেজি: North Atlantic Treatz Organisation বা ন্যাটো) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস অবস্থিত।
44. নিম্নের কোন দেশটি Horn of Africa তে অবস্থিত?
মরক্কো
সুদান
ইথিওপিয়া
সোমালিয়া
ব্যাখ্যা: আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa তে ইথিওপিয়া অবস্থিত। আফ্রিকার শিং (Horn of Africa) আফ্রিকার পূর্বতম অঞ্চল। এটি ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি এবং সোমালিয়া নিয়ে গঠিত। সোমালিয়া উত্তর-পূর্ব দিকে শিঙের আকারে আরব সাগরে প্রসারিত হয়েছে বলে অঞ্চলটির এরকম নামকরণ হয়েছে।
45. বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয়?
২ এপ্রিল
২ জুন
২ ফেব্রুয়ারি
২ জুলাই
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিশ্ব অটিজম সচেতনতা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিবস যা প্রতিবছর ২রা এপ্রিল পালিত হয়। এই দিনটিতে জাতিসংঘ বিশ্বজুড়ে তার সদস্য দেশগুলিকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) আক্রান্ত ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণে উৎসাহিত করে। দিবসটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক "৬২/১৯৯ ধারা অনুযায়ী মনোনয়ন লাভ করে। "বিশ্ব অটিজম সচেতনতা দিবস" প্রস্তাবটি ২০০৭ সালের ১ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হয়েছিল এবং সেটি গৃহীত হয়েছিল একই বছরের ১৮ ডিসেম্বর। এটি প্রস্তাব করেছিলেন জাতিসংঘে কাতারের প্রতিনিধিবৃন্দ যাদের মধ্যে ছিলেন প্রিন্সেস শিখা মোজাহ বিনতে নাসের আল-মিসনদ এবং তার স্বামী, কাতার রাজ্যের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি। সকল সদস্যরাষ্ট্র তাঁদের এ প্রস্তাবকে সমর্থন করে। তিথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
46. বেক্সিট বলতে কি বোঝায়?
ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ
ব্রিটেনের সাথে ইতালির নতুন জোট গঠন
ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন যোগদান
ব্রিটেনের ন্যাটো জোট ত্যাগ
ব্যাখ্যা: তথ্য: 'ত্রিটিশ এক্সিট' নামটিকে সংক্ষেপে ডাকা হচ্ছে ব্রেক্সিট নামে। এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার প্রক্রিয়া। ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) হচ্ছে ২৮ টি দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট। এই জোটের সদস্য দেশগুলো নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য করে থাকে, এসব দেশের নাগরিকরা জোটভুক্ত যেকোনো দেশে গিয়ে থাকতে ও কাজ করতে পারেন।
47. করোনাভাইরাস এর ব্যাপক সংক্রমণ আরম্ভ হয় কোথায়?
উহান
হংকং
সাংহাই
গুয়াংঝু
ব্যাখ্যা: তথ্য: মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচনা। ৩১ শে ডিসেম্বর এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ই জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়।
48. কোনটি উপদ্বীপ?
জার্মান
কোরিয়া
সৌদি আরব
মিয়ানমার
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোরীয় উপদ্বীপ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি উপদ্বীপ। এর দক্ষিণাভিমুখ ১,১০০ কিলোমিটার (৬৮৪ মাইল) প্রসারিত যা এশিয়া মহাদেশ হয়ে প্রশান্ত মহাসাগররে মধ্যে, এটি পূর্বে জাপান সাগর দ্বারা এবং পশ্চিমে হলুদ সাগর দ্বারা বেষ্টিত। এর প্রথম দুটি জলপৃষ্ঠ কোরীয় প্রণালী কর্তৃক সংযোগক্রিত। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
49. গ্রিন পিস কি?
জাতীয়তাবাদী সংগঠন
রাজনৈতিক সংগঠন
মানবতাবাদী সংগঠন
পরিবেশবাদী সংগঠন
ব্যাখ্যা: ব্যাখ্যা: "গ্রিনপিস হল্যান্ডে বা নেদারল্যান্ডসভিত্তিক একটি বেসরকারি পরিবেশবাদী সংস্থা। ১৯৭১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালে সংস্থাটি আলাঙ্কায় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করে। সংস্থাটি পারমাণবিক পরীক্ষা এবং তেজস্ক্রিয় ও রাসায়নিক বর্জ্য নিক্ষেপের বিরুদ্ধে সফল আন্দোলন চালিয়ে আসছে। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]"
50. বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
চীন
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
সিঙ্গাপুর
ব্যাখ্যা: ব্যাখ্যা: "বান্দুং শহরটি ইন্দোনেশিয়ার পশ্চিমে জাভা প্রদেশের রাজধানী। বান্দুং শহরটি জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]"
51. NASA এর সদর দপ্তর কোথায়?
ফ্লোরিডা
হিউস্টন
কেপ কেনেডি
ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা: পৃথিবী বিখ্যাত মহাকাশ সংস্থা নাসা প্রতিষ্ঠিত হয় ১ অক্টোবর ১৯৫৮। এর সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের ২৬তম অঙ্গরাজ্য। এর রাজধানীর নাম টালাহাসি।
52. ইউরোপীয় 'রুটির ঝুড়ি' কোনটি?
রাশিয়া
ইউক্রেন
ফ্রান্স
স্পেন
ব্যাখ্যা: ইউক্রেন বিশ্বের শীর্ষস্থানীয় গম উৎপাদনকারী দেশ। তাই ইউক্রেনকে 'ইউরোপের রুটির ঝুড়ি' বলা হয়।
53. ইসরাইল ও প্যালেস্টাইন মুক্তিসংস্থা পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে?
১০ সেপ্টেম্বর, ১৯৯৩
১১ সেপ্টেম্বর, ১৯৯৪
১২ সেপ্টেম্বর, ১৯৯৫
১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
ব্যাখ্যা: ১৩ সেপ্টম্বর, ১৯৯৩ তারিখে পিএলও ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে। অসলো চুক্তি হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর মধ্যে হওয়া একাধিক চুক্তির সম্মিলিত রূপ। এর আওতায় ১৯৯৩ সালে ওয়াশিংটন ডিসিতে অসলো চুক্তি ১ সই হয়, এবং তার ধারাবাহিকতায় মিশরের তাবায় ১৯৯৫ সালে অসলো চুক্তি ২ স্বাক্ষরিত হয়।
54. ২০২৩ সালে শাস্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
নার্গিস মোহাম্মদী
নাগিব মাহফুজ
শিরিন এবাদি
প্রফেসর আব্দুস সালাম
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইরানের নারী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদী ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। মোহাম্মদী ইরানের অন্যতম মানবাধিকারকর্মী। তিনি নারীর অধিকার এবং মৃত্যুদণ্ড বিলোপের ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত। বর্তমানে ইরানের এভিন প্রিজনে মোট ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন মোহাম্মদী। ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী শিরিন এবাদির নেতৃত্বাধীন অলাভজনক সংস্থা ডিফেন্ডারস অভ হিউম্যান রাইটস সেন্টার-এর উপ-প্রধান নার্গিস মোহাম্মদী। [তথ্যসূত্রঃ দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা]
55. বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?
যুক্তরাষ্ট্র
চীন
ভারত
জাপান
ব্যাখ্যা: চীন হচ্ছে সর্বচেয়ে বড় কার্বন-ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ। পৃথিবীর সমগ্র নির্গমনের এক চতুর্থাংশই আসছে চীন থেকে। প্রধানত কয়লা নির্ভরতার কারণে তাদের কার্বন নির্গমন এখনো বাড়ছে।
56. লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে?
ইউরোপ ও আফ্রিকা
এশিয়া ও ইউরোপ
এশিয়া ও অস্ট্রেলিয়া
আফ্রিকা ও এশিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যা: লোহিত সাগর (Red Sea) ভারত মহাসাগরের একটি অংশ, যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
57. এসডিজি (SDG) বাস্তবায়নের প্রান্তিক বছর কোন সাল?
২০২৫
২০৩০
২০৩৫
২০৩৬
ব্যাখ্যা: SDG (Sustainable Development Goal)- এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে.
58. ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক স্বল্পোন্নত দেশসমূহের প্রদত্ত EBA সুবিধা কোন ক্ষেত্রে প্রযোজ্য?
বাণিজ্যের ক্ষেত্রে
যুদ্ধের ক্ষেত্রে
শিক্ষার ক্ষেত্রে
পরিবহণের ক্ষেত্রে
ব্যাখ্যা: EBA (Everything But Arms) সুবিধার আওতাধীন দেশের জন্য ইউরোপের বাজার সহজলভ্য হয়, যা বাণিজ্যিক ক্ষেত্রেও সহায়ক।
59. কাসেম সোলাইমানি কে?
কুর্দি বিদ্রোহী নেতা
সিরিয়ার বিদ্রোহী নেতা
ইরানি সামরিক কর্মকর্তা
ইরানি ধর্মীয় নেতা
ব্যাখ্যা: তথ্য: কাসেম সোলেমানি (১১ মার্চ ১৯৫৭-৩ জানুয়ারি ২০২০) ছিলেন একজন ইরানি সমরনায়ক, ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনীর মেজর জেনারেল এবং ১৯৯৮ সাল থেকে ২০২০ সালে তাঁর মৃত্যুর পূর্বাবধি কুদস বাহিনী নামক বহির্দেশীয় সাময়িক ও চোরাগোপ্তা কর্মকান্ডে নিয়োজিত বিভাগের কমান্ডার।
60. BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ কোন দুটি?
নেপাল ও শ্রীলংকা
নেপাল ও ভুটান
নেপাল ও থাইল্যান্ড
নেপাল ও পাকিস্তান
ব্যাখ্যা: মিয়ানমারের সদস্য হিসেবে যোগদানের পর সংগঠনের নামটি কিছুটা পরিবর্তন করে BIMSTEC করা হয়। ১৯৯৮ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের ২য় বৈঠকে নেপালকে পর্যবেক্ষকের মর্যাদা দেয়া হয়। পরবর্তীতে, ২০০৩ সালে নেপাল ও ভুটান কে সংগঠনটির পূর্ণ সদস্যের পদ প্রদান করা হয়।