Image
আন্তর্জাতিক প্রশ্ন MCQ
81. কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পনরায় আরাপে করে?
১০ আগস্ট, ২০২০
১৯ সেপ্টেম্বর, ২০২০
১৮ অক্টোবর, ২০২০
১৫ জুলাই, ২০২০
82. তিব্বত একটি-
উপত্যকা
দ্বীপ
উপদ্বীপ
মরুভূমি
83. উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট 'জি-৭৭' এর বর্তমান সদস্য সংখ্যা কত?
১০৫
১২৫
১১৫
১৩৫
84. কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?
৫ জুন
১০ জুন
২০ জুন
২৫ জুন
85. '২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক কমিয়ে আনতে হবে'- এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভীষ্ট লক্ষ্য?
টার্গেট ১-১
টার্গেট ১-২
টার্গেট ১-৩
টার্গেট ১-৪
86. বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক-২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
আফগানিস্তান
মায়ানমার
পেরু
মালি
87. Global Vaccine Summit অনুষ্ঠিত হয়-
৫ মে ২০২০
৪ জুন ২০২০
৬ জুলাই ২০২০
৮ আগষ্ট ২০২০
88. কোনটি প্রাচীন সভ্যতা?
গ্রিস
মেসোপটেমিয়া
রোম
সিন্ধু
89. ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
সিয়াটল
ক্যালিফোর্নিয়া
ওয়াশিংটন
নিউইয়র্ক
90. বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে-
চীন
জাপান
ডেনমার্ক
সুইডেন
91. নোবেল বিজয়ী নারী কয়জন?
৫০ জন
৫৭ জন
০৩ জন
০৭ জন
92. 'Elephant Pass' অবস্থিত-
থাইল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
শ্রীলঙ্কা
মালয়েশিয়া
93. 'বান্দা আচেহ' কোথায় অবস্থিত?
ইন্দোনেশিয়া
থাইল্যান্ড
ফিলিপাইন
কম্বোডিয়া
94. আলেপ্পা শহরটি কোন দেশে অবস্থিত?
ইরান
জর্ডান
ইরাক
সিরিয়া
95. 'ভিক্টোরিয়া ডেজার্ট' কোথায় অবস্থিত?
কানাস্তা
পশ্চিম আফ্রিকা
নর্থ আমেরিকা
অস্ট্রেলিয়া
96. কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কুটনতিক সম্পর্ক স্থাপন করেছে?
সৌদিআরব
কুয়েত
সংযুক্ত আরব আমিরাত
ওমান
97. পৃথিবীর গভীরতম স্থান:
ম্যারিয়ানা ট্রেঞ্চ
ডেড সী
বৈকাল হ্রদ
লোহিত সাগর
98. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
সাইপ্রাস
আলজেরিয়া
ইস্টোনিয়া
মাল্টা
99. কপ-২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?
শরণার্থীর অধিকার
জ্বালানি নিরাপত্তা
সমুদ্র সীমানা
জলবায়ু পরিবর্তন
100. 'বেল্ট অ্যান্ড রোড' কার্যক্রম শুরু হয়:
২০০০ সালে
২০০১ সালে
২০১৩ সালে।
২০১৬ সালে