আন্তর্জাতিক প্রশ্ন MCQ
681. কোন প্রণালি আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
মালাক্কা
জিব্রাল্টার
পক
পানামা
682. সুয়েজ খাল কোন বছরে উদ্বোধন হয়?
১৮৫৪
১৮১৯
১৮৮১
১৮৬৯
683. বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম-
মহাসাগর
উপসাগর
সাগর
কোনোটিই নয়
684. Which water bodies are connected through the 'Strait of Gibraltar'?
Atlantic Ocean & Mediterranean sea.
Indian Ocean & Pacific Ocean.
Arab Sea & Gulf of Aden.
Arab sea & Caspian Sea.
685. ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
হরমুজ
জিব্রাল্টার
বসফরাস
দার্দানেলিস
686. সোয়াচ অব নো গ্রাউন্ড বলতে কী বুঝায়?
একটি খেলার মাঠ
একটি প্লাবন ভূমির নাম
বঙ্গোপসাগরের একটি খাদের নাম
বঙ্গোপসাগরের একটি দ্বীপের নাম
687. লোহিত সাগর ও সুয়েজখাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে?
আফ্রিকা
অস্ট্রেলিয়া
ইউরোপ
কোনোটিই নয়
688. মান্নার দ্বীপ কোথায় অবস্থিত?
ফিলিপাইনে
অস্ট্রেলিয়ায়
শ্রীলঙ্কায়
ইন্দোনেশিয়ায়
689. সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে-
আফ্রিকার
অস্ট্রেলিয়ার
ইউরোপের
আমেরিকার
690. কোন সালে সুয়েজ খাল খননের কাজ শেষ হয়?
১৮৬০
১৮৬৫
১৮৬৭
১৮৬৯
691. কোন প্রণালি ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে?
বেরিং
পক
সুশিমা
মালাক্কা
692. Which canal is known as the 'Highway to india'?
Suez Canal
Grand Canal
Indus Canal
Ravi Canal
693. সুয়েজ খাল কোন বৎসর চালু হয়?
১৯০৩
১৮৬৯
১৮৮৯
১৮৫৪
694. Malacca Strait কোথায় অবস্থিত?
ভারত মহাসাগর
প্রশান্ত মহাসাগর
আটলান্টিক মহসাগর
কোনোটিই নয়
695. বঙ্গোপসাগর গড় গভীরতা কত ফুট?
২,৬০০
৩,৬৭০
৮,৫০০
৫,৫৩০
696. আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে----
মালাক্কা প্রণালি
ফ্লোরিডা প্রণালি
জিব্রাল্টার প্রণালি
লোহিত সাগর
697. জিব্রাল্টার প্রণালি কোন কোন দেশকে পৃথক করেছে?
মরক্কো ও স্পেন
পর্তুগাল ও মরক্কো
আলবেনিয়া ও স্পেন
মৌরিতানিয়া ও স্পেন
698. জিব্রাল্টার প্রণালি পৃথক করেছে-
ইতালি-সিসিলি
আফ্রিকা-স্পেন
ফ্রান্স-ব্রিটেন
আমেরিকা-এশিয়া
699. 'সোয়াচ অব নো গ্রাউন্ড' (Swatch of no ground) কী?
একটি দেশের নাম
সাবমেরিন ক্যানিয়ন
ম্যানগ্রোভ বন
একটি দ্বীপ
700. 'পেনাং' কোন দেশের সমুদ্র বন্দর?
ভিয়েতনাম
মালয়েশিয়া
থাইল্যান্ড
ইন্দোনেশিয়া