আন্তর্জাতিক প্রশ্ন MCQ
741. Pearl Island নামে খ্যাত দেশ কোনটি?
Baharain
Greenland
Ireland
Thailand
742. Kuril Islands is in-
Russia
Taiwan
North korea
China
Japan
743. আর্জেন্টিনা কত সালে ফকল্যান্ড দখল করে নিয়েছিল?
১৯৮১ সালে
১৯৮২ সালে
১৯৮৫ সালে
১৯৮৬ সালে
744. 'আবু মুসা' দ্বীপটির মালিকানা নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ চলছে?
ইরান ও ইরাক
জর্ডান ও সিরিয়া
সিরিয়া ও মিশর
সংযুক্ত আরব আমিরাত ও ইরান
745. ভারতের কোন শহরকে Wifi-শহর বলা হয়?
দিল্লি
বেঙ্গালুর
কলকাতা
জয়পুর
746. Which country is referred to as "down under"?
Australia
USA
England
Japan
747. কোন শহরটি 'বিগ আপেল' (Big Apple) পরিচিত-
প্যারিস
লন্ডন
নিউইয়র্ক
সিঙ্গাপুর
748. নিষিদ্ধ দেশ বলা হয়-
ইসরাইলকে
তিব্বতকে
আফগানিস্তানকে
কিউবাকে
749. বিশ্বের কোন শহরকে 'দক্ষিণের রানি' বলা হয়?
ওসাকা
সিডনি
নিউইয়র্ক
ওয়েলিংটন
কোনোটিই নয়
750. Baghdad was known as- --
Abode of Peace (শান্তি নীড়)
Desert City (মরুভূমির শহর)
Green city (সবুজ শহর)
Democratic City (গণতান্ত্রিক শহর)
751. কোন দেশকে মুক্তার দেশ বলা হয়?
গ্রানাডা
বাহামা
কিউবা
কোস্টারিকা
752. What is the name of the disputed territory that lies between China and Japan?
Senkaku
Paracel Islands
Spratly Islands
Pratas Islands
753. ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ?
স্পেন
পর্তুগাল
আর্জেন্টিনা
ইংল্যান্ড
754. 'আবু মুসা দ্বীপ' কোন সাগরে অবস্থিত?
পারস্য উপসাগর
বঙ্গোপসাগর
আরব সাগর
ক্যারিবিয়ান সাগর
755. পৃথিবীর গভীরতম খালের নাম কী?
পানামা খাল
গ্র্যান্ড খাল
সুয়েজ খাল
অক্কানেম খাল
756. চীন এবং জাপানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল নাম কি?
Senkaku
Paracel Islands
Pratas Islands
Spratly Islands
None of them
757. বাগদাদ শব্দের অর্থ কি?
ন্যায় বিচারক
ন্যায় বিচারের উদ্যান
ন্যায় বিচার
ন্যায় সঙ্গত
758. জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি?
কুড়িল দ্বীপপুঞ্জ
দিয়োগো গার্সিয়া
মার্শাল দ্বীপপূঞ্জ
গ্রেট বেরিয়ার রীফ
759. আইসল্যান্ড হলো-
মুক্তার দ্বীপ
লবঙ্গ দ্বীপ
পান্নার দ্বীপ
আগুনের দ্বীপ
760. বিশ্বের কোন শহর 'নিষিদ্ধ শহর' নামে পরিচিত?
লাসা
পিয়ংইয়ং
কাবুল
উলানবাটোর
কোনোটিই নয়