Image
আন্তর্জাতিক প্রশ্ন MCQ
1081. ওয়েস্ট পয়েন্টে অবস্থিত যুক্তরাষ্ট্রের—
নৌ একাডেমি
বিমান বাহিনী একাডেমি
সামরিক একাডেমি
মেরিন একাডেমি
1083. মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
নিকারাগুয়া
এল সালভেদর
কোস্টারিকা
কলম্বিয়া
1085. স্যান্ডহার্স্ট হচ্ছে একটি?
নৌ একাডেমী
বিমান একাডেমী
সামরিক একাডেমি
মেরিন একাডেমি
1087. 'সুবিক বে' কোথায় অবস্থিত?
ক্যারিবীয় অঞ্চলে
মধ্য-প্রাচ্যে
দক্ষিণ-পূর্ব এশিয়ায়
মধ্য ইউরোপে
1089. কোন ব্রিটিশ সমর পদকটি সর্বোচ্চ মর্যাদার?
অর্ডার অব দ্যা ব্রিটিশ এমপায়ার
ভিক্টোরিয়া ক্রস
মিলিটারি ক্রস
মিলিটারি মেডেল
1090. আবু গারিব হচ্ছে-- --
একজন বিজ্ঞানী
একজন বিখ্যাত দার্শনিক
একটি জাদুঘর
একটি জেলখানা
1095. মুসলিম কয়েদিরা ইরাকের যে কারাগারে মার্কিন সেনাদের অমানবিক নির্যাতনের শিকার হয়, তার নাম—
Abu Obaida
Abu Ghraib
Abu Ghalib
Abu Nazaf
1096. 'ভিক্টোরিয়া ক্রস' কোন দেশের সর্বোচ্চ খেতাব?
কানাডা
অস্ট্রেলিয়া
ব্রিটেন
ফিজি
1098. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
রাজনীতি
বুদ্ধিজীবী
সংবাদ মাধ্যম
যুবশক্তি