Image
আন্তর্জাতিক প্রশ্ন MCQ
1141. আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?
ইরাক
ফিলিপাইন
ইন্দোনেশিয়া
থাইল্যান্ড
1142. রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
USA
India
Pakistan
Sri Lanka
1143. 'আইএস' কর্তৃক সম্প্রতি ধ্বংসকৃত বালশামিন মন্দিরটি কোথায় অবস্থিত?
ইরাক
সিরিয়া
জর্ডান
লেবানন
1144. যে ইরাকি জনগোষ্ঠীর উপর সাদ্দাম হুসেন ১৯৮৮ সনে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছিলেন-
শিয়া
কুর্দি
সুন্নি
মার্শ
1152. ইন্তিফাদা কি?
প্যালেস্টাইন ইসরায়েল চুক্তি
প্যালেস্টাইন শান্তি বাহিনী
প্যালেস্টাইনের জাগরণ
প্যালেস্টাইন সামরিক ঘাঁটি
1155. কোন দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে হো চি মিন নামটি সম্পর্কিত?
কিউবা
চীন
ভিয়েতনাম
দক্ষিণ কোরিয়া
1156. এন. এল. এফ. টি কি?
ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব টাইগারস
ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব তেলেগুজ
ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা
ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব তামিলস
1158. ইসলামিক স্টেট সম্প্রতি ইরাকের কোন প্রত্নতাত্ত্বিক স্থান ধ্বংস করেছে?
এবলা
হাত্রা
আলেপ্পা
পালমিরা
1159. ইয়েমেনের হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম-
আনসার আল্লাহ
হিজবুল্লাহ
খজুন্দ আনসার আল্লাহ
বারিক আল্লাহ
1160. মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের বিদ্রোহী গ্রুপ?
চীন
ইন্দোনেশিয়া
ফিলিপাইন
থাইল্যান্ড