Image
আন্তর্জাতিক সংস্থাসমুহ (পূর্ণনাম,সদরদপ্তর,সদস্য সংখ্যা) MCQ
201. কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কী?/ যে অট্টালিকায় কমনওয়েলথের সচিবালয় অবস্থিত তার নাম-
মার্লবোরো হাউজ
হোয়াইট হাউজ
বাকিংহাম প্রাসাদ
দি চেকার্স
203. কমনওয়েলথের সিদ্ধান্ত গৃহীত হয়—
সংবিধানের মাধ্যমে
সনদের মাধ্যমে
ভোটের মাধ্যমে
সর্বসম্মতিক্রমে
204. কমনওয়েলথের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
সোমালিয়া
নাইজেরিয়া
মালি
গ্যাবন (৫৫) ও টোগো (৫৬)