Image
আন্তর্জাতিক সংস্থাসমুহ (পূর্ণনাম,সদরদপ্তর,সদস্য সংখ্যা) Questions
21. কোনটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা নয়?
আফ্রিকান ঐক্য সংস্থা
উপসাগরীয় সহযোগিতা সংস্থা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আন্তর্জাতিক শ্রম সংস্থা
24. নিচের কোন দেশ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য নয়?
চীন
রাশিয়া
কাজাকিস্তান
আফগানিস্তান
25. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়?
ভিয়েনা, অস্ট্রিয়া
নিউইয়র্ক, যুক্তরাজ্য
প্যারিস, ফ্রান্স
লন্ডন, যুক্তরাজ্য
26. নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত?
পরিবেশ সংরক্ষণ করা
মানবাধিকার সংরক্ষণ করা
ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করা
দুর্গতদের সহায়তা প্রদান করা
27. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য-
পরিবেশ সংরক্ষণ করা
মানবাধিকার সংরক্ষণ করা
ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করা
দুর্গতদের সহায়তা প্রদান করা
28. কোন সংগঠন বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে?
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
গ্রিন পিস
ইন্টারপোল
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
30. এশিয়ার নিরাপত্তায় চীনবিরোধী নতুন প্রতিরক্ষা জোট 'AUKUS' এর সদস্য কারা?
চীন, রাশিয়া, পাকিস্তান
স্পেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
32. 'AUKUS' এর সদস্য দেশ নয় কোনটি? / 'আউকুস' চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি?
জাপান
যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়া
যুক্তরাজ্য
33. Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
১৯৭৭ সালে
১৯৭৮ সালে
১৯৭৯ সালে
১৯৮১ সালে
35. নিচের কোন দেশ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য নয়?
চীন
রাশিয়া
কাজাকিস্তান
আফগানিস্তান
38. দুর্নীতি হ্রাসের লক্ষ্যে কাজ করে কোন সংগঠন?
গ্রিন পিস
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
ইউএনডিপি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
39. 'সাংহাই ফাইভ'র প্রধান উদ্দেশ্য কী?
অস্ত্র নিয়ন্ত্রণ
সড়ক নির্মাণ
প্রযুক্তি হস্তান্তর
সীমান্ত বিরোধ নিরসন