Image
আন্তর্জাতিক সংস্থাসমুহ (পূর্ণনাম,সদরদপ্তর,সদস্য সংখ্যা) Questions
101. সার্কের প্রথম নারী মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কে?
ফাতিমা দিয়ানা সাঈদ
চেনকিয়াব দর্জি
নাজমুন আরা সুলতানা
সুফিয়া খাতুন
102. সার্ক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ / জনসংখ্যা ও আয়তনে সার্কের ক্ষুদ্রতম দেশ/সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ শিক্ষার হারের দেশ---
নেপাল
ভুটান
শ্রীলংকা
মালদ্বীপ
103. কত সালে সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়?
১৯৮৩ সালে
১৯৮৪ সালে
১৯৮৫ সালে
১৯৮৬ সালে
104. সার্কের প্রথম চেয়ারম্যান কে?
আবুল আহসান
ইন্দিরা গান্ধী
জিয়াউর রহমান
হুসেইন মুহাম্মদ এরশাদ
105. সার্কের বর্তমান মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কে?
ফাতিমা দিয়ানা সাঈদ
চেনকিয়াব দর্জি
নরেন্দ্র মোদি
ইসালা রুয়ান রাকুন
106. কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?
ধর্ম
জাতি
সংস্কৃতি
ভাষা
107. শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
শ্রীলংকা
ভুটান
নেপাল
ভারত
108. কত সালে বাংলাদেশে প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়?
১৯৮৩ সালে
১৯৮৪ সালে
১৯৮৫ সালে
১৯৮৬ সালে
110. সার্ক দেশগুলোর মধ্যে জনসংখ্যা ও আয়তনে বৃহত্তম দেশ--
ভারত
মালদ্বীপ
শ্রীলংকা
ভুটান
113. সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?
ঢাকা, বাংলাদেশ
নয়াদিল্লী, ভারত
কলম্বো, শ্রীলংকা
কাঠমান্ডু, নেপাল
115. প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? / প্রথম সার্ক সম্মেলন কোন দেশ ও নগরীতে অনুষ্ঠিত হয়?
বাংলাদেশ, ঢাকা
নেপাল, কাঠমান্ডু
ভারত, বাঙ্গালোর
পাকিস্তান, করাচি
117. সার্ক শীর্ষ সম্মেলনে কোন বিষয়টি আলোচিত হতে পারে না?
কৃষি উন্নয়ন
অবাধ বাণিজ্য
দ্বিপাক্ষিক সমস্যা
সাংস্কৃতিক বিনিময়
119. সার্কের প্রথম মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কে ছিলেন?
আবুল আহসান
মনমোহন সিং
শওকত আজিজ
চেনকিয়াব দর্জি
120. সার্কের সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়---
সর্বসম্মতভাবে
৬ জন সদস্যের ভোট অনুযায়ী
৫ জন সদস্যের ভোট অনুযায়ী
কোনোটিই নয়