Image
MCQ
441. নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল কংক্রিট?
১:২:৪
১:৪:৮
১:৩:৬
১: ৫: ১০
442. ইটের স্থায়িত্বশীলতার মাত্রা বৃদ্ধিতে নিচের কোন উপাদান অপরিহার্য?
জৈব পদার্থ
লাইম
কোনোটিই নয়
ম্যাগনেশিয়াম
সিলিকা
443. কং ক্রিটের সংকোচন শক্তি এবং প্রসারণ শক্তি- এর অনুপাত সাধারণত-
১০
১/৫
১/১০
444. শুকনা বালির স্থিরতা কোণ কত?
২০°
৩০"
২৫°
৩৫°
446. শব্দ ও তাপ অন্তরকের কাজে কোন কাচ ব্যবহার করা হয়?[BBA-23]
গ্লাস উল
শিট গ্লাস
কোনোটিই নয়
ফোম গ্লাস
সেফটি গ্লাস
447. একটি ইটের গুণাগুণ প্রভাবিত হয়- [BREB-23]
ব্যবহৃত ক্লে-এর উপর
শুকানোর উপর
পোড়ানোর উপর
সব কয়টি
448. ইটের গাঁথুনী শেষ হবার কত দিন পরে প্লাস্টার করা উচিৎ?
২ দিন
৮ দিন
১৫ দিন
২৮ দিন
449. Ordinary Portland Cement-এর Initial setting time কত? [R&H-03: MODMR-04: PWD-04; HED-19; MOEF-19, SGCL-231
৫ মিনিট
১০ মিনিট
৩০ মিনিট
৫ ঘণ্টা
450. ইট কোন দেশের প্রধান নির্মাণ উপকরণ?[BPSC-22]
অস্ট্রেলিয়া
বাংলাদেশ
ইতালী
নাগাসিটি
451. নিচের কোন ধরনের Soil-এর Plasticity-এর মান শূন্য? [BPSC-22]
Silt
Clay
Sand
Clayey Sand
453. ১:২:৪ অনুপাতের ১০০ ঘনফুট কংক্রিটে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন?
২২ ব্যাগ
১৩ ব্যাগ
১৮ ব্যাগ
২০ ব্যাগ
454. সিমেন্টের গুণাগুণ নির্ণয়ে কয়টি পরীক্ষা করা হয়?
2
3
4
5
455. PWD-এর মতে হাতে তৈরি ইটের সাইজ কত? [R&H-01; R&H-06; RAJUK-17; DM-19, SGCL-23)
১০" × ৫" × ৩"
৯.৫" × ৪.৫" × ২.৭৫"
৯" × ৪" × ২.৫"
৯.৭৫"x৪.৭৫" × ২.৭৫"
456. প্রথম শ্রেণির ইট ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখলে তার ওজনের কত অংশ পানি শোষন করে-
1/3
1/6
¼
1/7
459. কাঠ সিজনিং কেন করা হয়? [BPSC-22]
সৌন্দর্যের জন্য
শক্ত করার জন্য
স্থায়িত্বের জন্য
ফাটল রোধের জন্য
460. Concrete-এর Water-cement ration 0.5 হলে 10 ব্যাগ Cement-এর জন্য কতটুকু পানি প্রয়োজন?[BPSC-22]
150 Litre
250 Litre
400 Litre
200 Litre