MCQ
401. বিল্ডিং স্টোন-এর সর্বোচ্চ পানি শোষণ মাত্রা............ [BGFCL-21]
৫%
১০%
১৫%
২০%
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিল্ডিং স্টোন ৫% এর অধিক পানি শোষণ ক্ষমতা থাকা উচিত নয়। যদি কোনো ক্ষেত্রে কোনো স্টোনের পানি শোষণ ক্ষমতা ১০% হয়, তবে তা গ্রহণযোগ্য নয়। ক্ষেত্রবিশেষ পানি শোষণ ক্ষমতা ৩% এর অধিক গ্রহণযোগ্য নয়।
402. The importance of batching is to obtain-
strength
workability
durability
all of these
403. The ordinary concrete is not used for------ grade of concrete mix.
M 10
M 20
M 25
M 40
404. The liquid part of the paint is called-
pigment
solvent
vehicle
drier
405. The wood generally used for railway sleepers is-
mango
babul
kail
deodar
406. The workability of concrete by slump test is expressed as-
minutes
mm²/h
mm/h
mm
407. The chief ingredient of paint is-
alcohol
oil
drier
pigment
408. ২৩। সিমেন্ট মশলায় ইট ব্যবহারের পূর্বে ইটকে পরিষ্কার পানিতে কত ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। [BGFCL-21]
২ ঘণ্টা
১২ ঘণ্টা
৪ ঘণ্টা
৮.ঘণ্টা
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: গাঁথুনির কাজ শুরু করার পূর্বে ইটগুলোকে অন্তত ৬ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং ভালোভাবে পরিষ্কার করা উচিত। ভেজা ইটে গাঁথুনি ভালো হয়। ফাটল ধরার সম্ভাবনা কম থাকে। এ ছাড়া ভালোভাবে না ভিজলে প্লাস্টার ভালোভাবে করা যায় না।
409. সমুদ্র এলাকায় নির্মাণকাজে কোন সিমেন্ট ব্যবহৃত হয়?[DMLC-21]
Portland cement
Clay cement
Colour cement
Aluminous cement
ব্যাখ্যা: ব্যাখ্যা:
সিমেন্টের নাম--সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট
ব্যবহার-পেভমেন্ট-এর কংক্রিটের কাজে।
সিমেন্টের নাম -কালার্ড সিমেন্ট
ব্যবহার- সুইমিং পুল নির্মাণে।
সিমেন্টের নাম -হাই অ্যালুমিনা সিমেন্ট
ব্যবহার- কম পুরুত্বের মেঝে নির্মাণে।
সিমেন্টের নাম -ক্লে সিমেন্ট
ব্যবহার-সামুদ্রিক নির্মাণকাজে।
410. নিচের কোন বস্তুটির অগ্নি প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি? [BGFCL-21]
মার্বেল
লাইম স্টোন
কোনোটিই নয়
গ্রানাইট।
কম্প্যাক্ট স্যান্ড স্টোন
411. The pigment in paint is mixed to give desired-
smoothness
appearance
colour
durability
412. If the slump of concrete mix is 70mm, its workability is considered to be-
very low
low
medium
high
413. If 30% excess water is added, the strength of concrete is reduced by-
30%
40%
50%
60%
414. The most useless aggregate is, whose surface texture is-
smooth
glossy
granular
porous
415. The workability of concrete can be improved by adding-
hydraulic line
calcium chloride
flyash
all of these
416. Masonry Construction-এর জন্য Standard Brick-এর মাপ কত? [BPSC-22]
10”x2 3/4” x41/2”
9 1/2”x2 3/4” x41/2”
8 1/2”x3 1/2” x4 1/2”
11"x 3"x 4 1/2"
ব্যাখ্যা: ব্যাখ্যা: মশলা ছাড়া ইটের আকার ৯১/২ × ২০/৪ ×8/2 এবং মশলাসহ ইটের আকার ১০"x৩"x ৫" (ইটের এই সাইজ PWD অনুমোদিত)
417. কুইক লাইম হচ্ছে ক্যালসিয়াম----[BGFCL-21]
কার্বনেট
বাই কার্বনেট
কোনোটিই নয়
অক্সাইড
ক্লোরাইড
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যালসিয়াম অক্সাইড সাধারণত চুন বা কুইক লাইম নামে পরিচিত। এটি নির্মাণসামগ্রী যেমন- সিমেন্টের সাথে মিশ্রিত করলে কোনোরূপ বিক্রিয়া করে না, এজন্য একে ফ্রি লাইমও বলা হয়।
418. Proper curing of cement concrete, is good for its-
volume stability
strength
wear resistance
all of these
419. নিচের কোনটি খনিজ পদার্থ? [BGFCL-21]
গ্রানাইট
কোয়ার্টাজ
ডায়ানাইট সবকয়টি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রানাইট কোনো খনিজ পদার্থ নয়, কারণ এটিকে একটি নির্দিষ্ট রাসায়নিক সংকেতে প্রকাশ করা যায় না। এটি অনেকগুলো পদার্থের সমন্বয়ে গঠিত। ডায়ানাইটকে কোনো নির্দিষ্ট সংকেতে লেখা যায় না। এটির কোনো নির্দিষ্ট স্ফটিক কাঠামো নেই। কোয়াটার্জ হচ্ছে একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট অজৈব কঠিন পদার্থ। এর নির্দিষ্ট গঠন ও সংকেত আছে এবং নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা আছে। সুতরাং, এটি একটি খনিজ পদার্থ।
420. The maximum quantity of aggregate per 50kg of cement should not exceed-
100kg
350kg
200kg
450kg