MCQ
2061. ব্লেন্ডারের মোটরের গতিবেগ কত থাকে?
50000 থেকে 10000 rpm
10000 থেকে 15000 rpm
15000 থেকে 20000 rpm
20000 থেকে 25000 rpm
2062. মাইক্রোওয়েভ এনার্জির ফ্রিকুয়েন্সি আনুমানিক কত?
2450MHz
2700MHz
2900MHz
3100MHz
2063. ব্লেন্ডার মোটর অন অবস্থায় একটানা কতক্ষণ চালানো উচিত নয়?
২/৩ মিনিট
৩/৪ মিনিট
৪/৫ মেনিট
১/২ মিনিট
2064. কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনকে কত RPM-এ ঘুরাতে হয়?
400 RPM
500 RPM
600 RPM
700 RPM
2065. ভ্যাকুয়াম ক্লিনারে ব্যবহৃত মোটরটি কী টাইপের হয়?
ইন্ডাকশন মোটর
সিনক্রোনাস মোটর
DC মোটর
ইউনিভার্সাল মোটর
2066. ইলেকট্রিক ব্লোয়ারের রোটরটি কী টাইপের হয়?
স্কুইরেল কেজ রোটর
ফেজ উন্ড রোটর
ডাবল স্কুইরেল কেজ রোটর
খ ও গ
2067. সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনে কয়টি 'টাব' থাকে?
দুটি
তিনটি
চারটি
পাঁচটি
2068. অটোমেটিক ওয়াশিং মেশিনে কয়টি "টাব" থাকে?
দুটি
একটি
চারটি
তিনটি
2069. ইমার্জেন্সি লাইটে অসিলেশন প্রক্রিয়ায় ফ্রিকুয়েন্সি কস্ত থাকে?
200Hz
300Hz
400Hz
500Hz
2070. ওয়াশিং মেশিনে ওয়াটার লেভেলের কয়টি পজিশন থাকে?
একটি
দুইটি
তিনটি
চারটি
2071. ভ্যাকুয়াম ক্লিনারের হোজ অ্যাসেমব্লি কয়টি অংশ নিয়ে গঠিত?
চারটি
পাঁচটি
ছয়টি
সাতটি
2072. মাইক্রোওয়েভ ওভেনের হিট কন্ট্রোলের অংশ কয়টি?
তিনটি
চারটি
পাঁচটি
ছয়টি
2073. মাইক্রোওয়েভ ওভেনের টাইমারের অংশ কোনটি?
টাইমার সুইচ কন্ট্যাক্ট
টাইমার মোটর
টাইমার বেল
সবগুলো
2074. ইলেকট্রিক ব্লোয়ারে কী ধরনের মোটর ব্যবহৃত হয়?
ক্যাপাসিটর স্টেটর মোটর
ক্যাপাসিটর টাইপ মোটর
ইন্ডাকশন মোটর
ক ও খ
2075. ইনভার্টার সার্কিটের আউটপুট কী ধরনের হয়?
সাইন ওয়েভ
স-টুথ ওয়েভ
স্কয়ার ওয়েভ
রেকট্যাঙ্গুলার ওয়েভ
2076. ওয়াশিং মেশিনে ওয়াশিং কাজে কী এনার্জি ব্যবহৃত হয়?
হিট এনার্জি
কেমিক্যাল এনার্জি
মেকানিক্যাল এনার্জি
ক ও খ
2077. ভ্যাকুয়াম ক্লিনারে মোটরের ঘূর্ণন স্পিড কী ধরনের?
হাই
মিডিয়াম
লো
সবগুলো
2078. বাজারে কী কী ধরনের ওয়াশিং মেশিন প্রচলিত আছে?
টাব টাইপ
সেমি-অটোমেটিক টাইপ
ঘূর্ণন টাইপ
সবগুলো
2079. মাইক্রোওয়েভ ওভেনে রন্ধনকার্যে কী এনার্জি ব্যবহার করা হয়?
হিট এনার্জি
কেমিক্যাল এনার্জি
মাইক্রোওয়েভ এনার্জি
মেকানিক্যাল এনার্জি
2080. ইলেকট্রিক ব্লেন্ডারে কী ধরনের মোটর ব্যবহৃত হয়?
ইন্ডাকশন মোটর
ইউনিভার্সাল মোটর
সিনক্রোনাস মোটর
স্টেপার মোটর