2114. হিট রিফ্লেকটর চকচকে আয়নার মতো না হলে কী হয়?
তাপের রেডিয়েশনের মাত্রা কমে যায়
তাপের রেডিয়েশনের মাত্রা বেড়ে যায়
তাপের রেডিয়েশনের মাত্রা একই থাকে
ব্যাখ্যা: হিটিং এলিমেন্টের পিছনে প্যারাবোলা আকৃতির ধাতব রিফ্লেক্টর বাসানো থাকে। হিট রিফ্লেক্টর চকচকে অনেকটা আয়নার মতো থাকলে তাপ সামনের দিকে ভালো মাত্রায় রেডিয়েশন হতে পারে। আবার চকচকে না হলে রেডিয়েশনের মাত্রা কমে যায়। রিফ্লেক্টরের বক্রতার আকৃতির উপরও রেডিয়েশন নির্ভর করে।