MCQ
2141. যদি একটি সার্কিটে কারেন্ট রেটিং-এর চেয়ে উচ্চতর মানের ফিউজ তার ব্যবহার করা হয়, তবে এটি যেহেতু অতিরিক্ত কারেন্ট বহন করে,--
সেহেতু ঘন ঘন পুড়ে যাবে
সার্কিটে উন্নতর নিরাপত্তা প্রদান করবে
মেইনটেন্যান্স ব্যয় বেড়ে যাবে
সার্কিট মারাত্মক ওভারলোডেড হবে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি সার্কিট MCQ ALL
DC circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: সার্কিটে কারেন্ট রেটিং-এর চেয়ে কম রেটিং-এর ফিউজ ব্যবহার করা হয়, যেন সার্কিটের যে-কোনো ফল্টে ফিউজ জ্বলে গিয়ে সার্কিটকে রক্ষা করে। যদি কারেন্ট রেটিং-এর থেকে উচ্চমানের ফিউজ ব্যবহার করা হয় তবে সার্কিটের যে- কোনো ফন্টে ফিউজ জ্বলে যাবে না ফলে মারাত্মক শর্ট সার্কিট ও ওভারলোডেভ হয়ে সংযোগকৃত লোডের ক্ষতি হবে।
2142. নিম্নের কোন্টি ইলেকট্রিসিটির জন্য একটি সুপরিবাহী?
জারমেনিয়াম
গ্লাস (গলিত নয়)
গ্লাস (গলিত)
মাইকা
2143. ফিউজের জন্য ব্যবহৃত পদার্থের অবশ্যই থাকতে হয়-
লো-মেল্টিং পয়েন্ট এবং লো-স্পেসিফিক রেজিস্ট্যান্স
হাই-মেল্টিং পয়েন্ট এবং লো-স্পেসিফিক রেজিস্ট্যান্স
হাই-মেল্টিং পয়েন্ট এবং হাই স্পেসিফিক রেজিস্ট্যান্স
লো-মেল্টিং পয়েন্ট এবং হাই-স্পেসিফিক রেজিস্ট্যান্স
2144. যদি 220V-এর একটি হিটারকে 110V লাইনে ব্যবহার করা হয়, তবে এটা কর্তৃক উৎপন্ন তাপ হবে-
অর্ধেক
এক-চতুর্থাংশ
দ্বিগুণ
চারগুণ
2145. একটি ক্যাবলের ইদুলেশন রেজিস্ট্যান্স 300MQ/km. 250 মিটার দৈর্ঘ্যের জন্য এর মান হবে- ΜΩ
75
150
1200
600
2146. নিম্নের কোন পদার্থটির রেজিস্ট্যান্সের নেগেটিভ টেম্পারেচার অব কো-ইফিসিয়েন্ট আছে?
ব্রাস
কপার
অ্যালুমিনিয়াম
কার্বন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি সার্কিট MCQ ALL
DC circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Semiconductor materials Carbon, silicon, Germanium have negative temperature coefficients of resistance
2147. 100W, 200V-এর দুটি বাতিকে সিরিজে সংযুক্ত করে 200V সাপ্লাই-এ সংযোগ দেয়া হলো। প্রতিটি বাতি কর্তৃক গৃহীত মোট পাওয়ার হবে- ওয়াট।
50
100
25
200
2148. ওয়াটার হিটারে কয়টি হিটিং এলিমেন্ট থাকে?
দুটি
তিনটি
চারটি
পাঁচটি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: ওয়াটার হিটারে দুটি হিটিং এলিমেন্ট থাকে। যথা- (i) অ্যাপার হিটিং এলিমেন্ট ও (ii) শোয়ার হিটিং এলিমেন্ট।
2149. যদি 5 Ω, 10 Ω এবং 20 Ω -এর তিনটি রেজিস্টর। প্যারালেলে সংযোগ করা হয়, তবে তাদের সম্মিলিত রেজিস্ট্যান্স হবে-
5 Ω -এর চেয়ে কম
5 Ω এবং 10 Ω -এর মাঝামাঝি
10 Ω এবং 20 Ω -এর মাঝামাঝি
20 Ω -এর বেশি
2150. একটি অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের প্রতি অ্যাম্পিয়ার-মিটারে ভোল্টেজ ড্রপ, একই সাইজের একটি কপার কন্ডাকটরের তুলনায় উচ্চতর হয়, কারণ এর উচ্চতর-
ইন্সুলেশন
রেজিস্ট্যান্স কন্ডাকটিভিটি
কারেন্ট ডেনসিটি
রেজিস্টিভিটি
2151. একটি কনস্ট্যান্ট পটেনশিয়াল বিশিষ্ট একটি সার্কিটে যখন রেজিস্ট্যান্স যোগ করা হয়, তখন কারেন্ট-
একই অনুপাতে হ্রাস পায়
একই অনুপাতে বৃদ্ধি পায়
অপরিবর্তিত থাকে
ফ্লাকচুয়েট করে
2152. কোনটি প্যারামিটার নয়?
রেজিস্ট্যান্স
ইন্ডাকট্যান্স
ক্যাপাসিট্যান্স
রেজোন্যান্স
2153. নিম্নের কোন্ ইদুলেটরটি তাপ কর্তৃক সর্বাধিক প্রভাবিত হয়?
গ্লাস
পেপার
পিভিসি
পোরসেলিন
2154. ফ্লেক্সিবল ক্যাবলের জন্য কোন্ ইন্সুলেশনটি সবচেয়ে উপযোগী?
ম্যাগনেশিয়াম অক্সাইড
গ্লাস ফাইবার
ইদুলেটিং টেপ
পলিভিনাইল ক্লোরাইড
2155. ওয়াটার হিটারে হিটিং এলিমেন্টের সাথে কন্ট্রোল থার্মোস্ট্যাট কীভাবে সংযুক্ত থাকে?
সিরিজ
প্যারালাল
কওখ
স্টার-ডেল্টা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: হিটিং এলিমেন্টের সাথে থার্মোস্ট্যাট সিরিজে সংযুক্ত থাকে। ওয়াটার হিটারের তাপমাত্রা থার্মোস্ট্যাট কন্ট্রোল করে। উল্লম্বভাবে হিটিং এলিমেন্ট ফিট করা থাকলে খুব তাড়াতাড়ি পানি গরম হয়।
2156. সমান দৈর্ঘ্যের নগ্ন কপার তার 12 নং এবং 18 নং তুলনা করলে 12 নং তারের ---হবে নিম্নতর।
ওজন
স্ট্রেংথ
রেজিস্ট্যান্স
মূল্য
2157. রুম হিটারের হিটিং এলিমেন্ট কীসের তৈরি?
নিকেল
স্টিল
নাইক্রোম
লোহা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: রুম হিটারে হিটিং এলিমেন্ট হিসেবে পোর্সিলিন অথবা চায়না ক্লে'র তৈরি ইনসুলেটর রড একটি বা দুটি ব্যবহৃত হয়। এই রডের উপর নাইক্রোম তারের তৈরি রেজিস্ট্যান্স ওয়্যার পেঁচানো থাকে।
2158. নিম্নের কোনটির রেজিস্টিভিটি সবচেয়ে কম?
আয়রন
কপার
সিলভার
পলিথিন
2159. একটি 220V, 7.5kW মোটরের নিরাপত্তার জন্য ফিউজের সর্বোচ্চ সাইজ হওয়া উচিত অ্যাম্পিয়ার।
34.09
60
75
20
2160. 100W, 100V-এর চারটি হিটার সিরিজে সংযুক্ত করে 600V সার্কিটের আড়াআড়িতে সংযোগ দেয়া হলো। চারটি হিটার কর্তৃক প্রদত্ত তাপ হবে- ওয়াট।
400
800
900
2000