EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1501. অভ্যন্তরীণ গঠন অনুসারে সেভেন সেগমেন্ট ডিসপ্লে কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
1502. Intel 8085 up-এর অপারেটিং ফ্রিকুয়েন্সি উত্তরমালা কত?
1.03 মেগাহার্টজ
2.03 মেগাহার্টজ
3.03 মেগাহার্টজ
কোনোটিই নয়
1505. 48" সিলিং ফ্যানের ওয়াটেজ পাওয়ার কত?
50W
55W
60W
65W
ব্যাখ্যা: ব্যাখ্যা: 48" সিলিং ফ্যান = 60W 56" সিলিং ফ্যান = 80W
1506. স্টেক পয়েন্টার নিচের কোন কাজটি করে?
R/W মেমরি লোকেশনকে চিহ্নিত করে
I/O ডিভাইসকে ডাটা ট্রান্সফারের অনুমোদন দেয়
Address বাসের তথ্যকে ডাটাবাস হতে ৩১৫ ক আলাদা করে
কোনোটিই নয়
1507. পেরিফেরাল ডিভাইস ও আউটপুট ডিভাইসকে আলাদা করা ও খানিক সময় তথ্য ধরে রাখা নিচের কোন ডিভাইস-এর কাজ?
স্টেপার মোটরের কাজ
বাফার-এর কাজ
সেভেন সেগমেন্ট ডিসপ্লের কাজ
কোনোটিই নয়
1508. দুই ফুটের টিউবলাইটের ওয়াটেজ পাওয়ার কত?
10W
30W
20W
40W
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমাদের দেশে সাধারণত ২ ফুট 20 ওয়াট এবং 4 ফুট 40 ওয়াটের টিউবলাইট পাওয়া যায়। এদের আয়ুষ্কাল যথাক্রমে 5000 ঘন্টা এবং 7500 ঘণ্টা।
1510. পাওয়ার Circuit-এর ওয়াটেজ পাওয়ার কত?
1000W
2000W
3000W
4000W
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাওয়ার সার্কিট : 3 পিন সকেল = 3000W
1511. মেইনটেন্যান্স ফ্যাক্টরের মান কত?
0.5-0.6
0.6-0.7
0.6-0.8
1
1513. পাওয়ার সার্কিটে সর্বোচ্চ কারেন্ট কত?
5A
6A
10A
15A
1514. স্টেপার মোটর নিচের কোথায় ব্যবহৃত হয়?
ফ্লপি ডিস্ক
হার্ডডিস্ক
সিডি/ডিভিডি রম
উপরের সবগুলো
1515. শুদ্ধ অবস্থায় মানবদেহের রোধ কত?
– 0.1-0.5ΜΩ
1ΜΩ
0.5ΜΩ
Ο.1ΜΩ
1519. অতি ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে মাটি পাওয়া যায় না, সেখানে যে আর্থিং করা হয়, তা হলো-
রড আর্থিং
প্লেট আর্থিং
পানির পাইপের মাধ্যমে আর্থিং
স্ট্রিপ আর্থিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাধারণত অতি ঘনবসতিপূর্ণ এলাকায়, যেখানে আর্থিং-এর জন্যে কোনো মাটি পাওয়া সম্ভব হয় না, যেখানে ঘিঞ্জি ঘিঞ্জি দালানকোঠা, সেখানে পানির পাইপের মাধ্যমে আর্থিং করা হয়।
1520. যে আর্থিং-এ খরচ সবচেয়ে কম হয়, তা হলো-
পাইপ আর্থিং
শিট আর্থিং
প্লেট আর্থিং
রড আর্থিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: রড আর্থিং সাধারণত শুকনো স্থানের জন্যে উপযোগী এবং মাটি খুঁড়তে হয় না বলে অন্যান্য আর্থিং-এর তুলনায় খরচ সবচেয়ে কম হয়।